সিলেটে একদিনে করোনায় মৃত্যু আরও ১৬ জনের
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। একই সময়ে ৭৫৮ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় করোনা সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ৪০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জের ৫১ জন, হবিগঞ্জের ৫১ জন ও মৌলভীবাজারের ১৯১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সিলেট জেলায় ২৩ হাজার ৯৪৭ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ১১৩ জন, হবিগঞ্জে পাঁচ হাজার ৩০০ জন, মৌলভীবাজারে ছয় হাজার ২২১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার ৬৩৮ জন।
বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ১৬ জন রোগী। তাদের ১৩ জন সিলেট জেলার, দুইজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মারা গেছেন সংখ্যা ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৮৭ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ৬২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭২ জন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে তিনজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৩ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ২৭ জন ভর্তি রয়েছেন। এছাড়া সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ সময়ে সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৬০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৫৪ জন সুনামগঞ্জের, ২১ জন হবিগঞ্জের, ৪০ জন মৌলভীবাজারের জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩২ হাজার ৫০১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ১৩ জন, সুনামগঞ্জে তিন হাজার ৫০৫ জন, হবিগঞ্জে দুই হাজার ৬৩৬ জন, মৌলভীবাজারে চার হাজার ৯৫ জন ও ওসমানী হাসপাতালে ২৫২ জন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)