মঙ্গলবার, মে ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্ত অপরাধরোধে সাতক্ষীরায় বিজিবির সচেতনতা মূলক সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় সীমান্ত অপরাধ রোধকল্পে ৩৩ বিজিবির উদ্যোগে কলারোয়ায় মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা বিওপিতে তলুইগাছা, হিজলদী ও মাদরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সীমান্তের বিভিন্ন চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক ও মানব পাচার, অবৈধ সীমান্ত অতিক্রমসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নিদের্শনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। বিজিবি অধিনায়ক সাম্প্রতিককালে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও প্রতিবেশি দেশের বিএসএফ যাতে কোন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ থাকার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, একটি মৃত্যু একটি পরিবারের সারা জীবনের কান্না। চলমান বিশ্ব পরিস্থিতিতে বিজিবি-বিএসএফ সীমান্তে অনুপ্রবেশরোধে শক্ত অবস্থানে আছে। যেকোন সময় সীমান্তে বল প্রয়োগ, গোলাগুলি হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। বাংলাদেশি কোন নাগরিক এই অনাকাঙ্খিত ঝুকির মধ্যে পড়ুক তা আমরা চাইনা। এজন্য আমাদের সকলকে সচেতন হওয়ার দরকার।

সীমান্তবর্তী এলাকায় অনাকাঙ্খিত মৃত্যু ও যে কোন ধরণের দূর্ঘটনা রোধকল্পে সীমান্তে বসবাসকারী সকল জনসাধারনের আরো বেশি সতর্ক হওয়া দরকার। তিনি অবৈধ অনুপ্রবেশ/অতিক্রম, চোরাচালান, মাদক ও মানব পাচার এবং সীমান্তে অপরাধমূলক কার্যক্রমে না জড়ানোর বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বিশেষ করে কুশখালী, বাঁশদহা ও কেড়াগাছী ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট অনুরোধ জানান।

তিনি আরও বলেন, কোন অবস্থায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না। সন্ধ্যার পরে সীমান্তে অহেতুক ঘোরাঘুরি করা যাবে না। সীমান্তে সন্ধ্যার পরে ঘোরাঘুরি করলে বিজিবি কর্তৃক আটক করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যে সকল বাংলাদেশী নাগরিকদের সীমান্তে চাষাবাদের জমি রয়েছে, তাদেরকে দিনের আলোয় চাষাবাদের কার্যক্রম শেষ করে সীমান্ত এলাকা হতে ফেরত আসার জন্য জনপ্রতিনিধিগণের মাধ্যমে এলাকার জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য অনুরোধ করেন।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে কৃষিকাজ করা জনসাধারণ নিকটবর্তী বিজিবি পোষ্ট, বিওপি, কোম্পানীকে অবগত করে গমনাগমন করবেন। তাছাড়া রাতের অন্ধকারে, বৈরী আবহাওয়ায় এবং অস্বাভাবিক সময়ে কোন বাংলাদেশী নাগরিক চাষাবাদ, জমিতে কাজ অথবা অন্য কোন প্রয়োজনে সীমান্তে গমন করবেন না। অতি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে জোয়ারের কারনে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মাছের ঘেরের মাছ চলে যাচ্ছে ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ কারণে সীমান্তে যাওয়ার প্রয়োজন হলে তাৎক্ষনিক বিজিবি কোম্পানী/বিওপি/পোষ্টে এসে জানাতে হবে। প্রয়োজনে বিজিবি টহলদলের তত্ত্বাবধানে কাজ শেষ করে সীমান্ত ত্যাগের জন্য জনপ্রতিনিধিগণের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে প্রেষণা প্রদান করতে হবে।

লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক সোনাই নদীতে তীরবর্তী জনসাধারণের গোসল করা, মাছ ধরা ইত্যাদি কর্মকাণ্ডের আড়ালে অবৈধ চোরাচালানসহ অপরপাড়ের ভারতীয় নাগরিকদের সাথে কথোপকথন ও অনেক সময় অনাকাঙ্খিত আচরণের কারণে উভয় দেশের সীমান্তবর্তী জনসাধারণ এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে ভুল বোঝাবুঝি অথবা অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এজন্য যত্রতত্র গোসলের ঘাট না করা ও মাছ ধরার জায়গা না বানানো এবং এখন থেকে বিজিবির তত্ত্বাবধানে নির্দিষ্ট ঘাট এবং নির্দিষ্ট মাছ ধরার জায়গায় প্রয়োজনীয় কার্যক্রম করা এবং এই সমস্ত কার্যক্রমের সীমান্তের অপর পাড়ে ভারতের জনসাধারণের সাথে কোনরূপ বাক্যালাপ না করা অথবা চোরাচালানে লিপ্ত না হওয়ার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে সভা-সেমিনার ও প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং দুস্কৃতিকারীদের তালিকা বিজিবিকে প্রদানের বিষয়ে অধিনায়ককে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় সাতক্ষীরার সীমান্তবর্তী সাধারণ মানুষসহ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায়বিস্তারিত পড়ুন

‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরা জেলায় কোন ঘুষবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

মালয়েশিয়ায় অবস্থানরত তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ
  • কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় যুবদলের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ
  • কলারোয়ার তুলসিডাঙ্গায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসান
  • কলারোয়ায় ইটভাটায় টাস্কফোর্স অভিযানে ১ লাখ টাকা জরিমানা
  • কলারোয়ার দেয়াড়ায় দুস্থ পরিবারকে নতুন ব্যাটারি চালিত ভ্যান উপহার
  • কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ছেলের সংবাদ সম্মেলন