সোমবার, মে ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮/০১/২০২৫ইং তারিখে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ ৬দফা দাবী ঘোষণা বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, সাতক্ষীরার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক মাওলানা মোহম্মাদ আব্দুল হাকিম এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাদের, মাওঃ আব্দুর রব, সাইফুদ্দিন, সেক্রেটারী নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাও গোলাম মস্তফা, ইয়াকুব আলী, নজরুল ইসলাম, অহিদুজ্জামান, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মাও মনিরুল ইসলাম, রুহুল আমিন, মিজানুর রহমান, হুসাইন, সোলাইমান, আজিজুল ইসলাম, মজিবুর রহমান, লিয়াকাত হোসেন, আহমাদুল্লাহ প্রমুখ। এসময় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ৩৯ বৎসর বিনা বেতনে শিক্ষকতা পেশায় বৈষম্যের শিকার দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। ২০২৫ সালের ১৯ জানুয়ারী থেকে ২৮ই জানুয়ারী পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের মাঝে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবী পূরণের ঘোষণা দেন। কিন্তু অদ্যাবধি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ এবং মানবেতর জীবন যাপন করছে। তাই বাধ্য হয়ে উপরোক্ত ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। বক্তারা আরো বলেন, আগামী ১২ মে ২০২৫ এর পূর্বেই সরকার কর্তৃক ঘোষিত দাবি বাস্তবায়ন না হলে দেশের সকল জেলার শিক্ষক শিক্ষিকাদের ন্যায় সাতক্ষীরা জেলার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আগামী ১৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

৬ দফা দাবি সংবলিত স্মারকলিপিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনষ্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে অনুদানভুক্ত, অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করণ, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা ও তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, সাতক্ষীরার সদস্য সচিব মাওলানা মোঃ নুরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরা জেলায় কোন ঘুষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আ*গু*ন, ২ লক্ষ টাকার ক্ষতি
  • সাতক্ষীরায় ১০০’শ ছাত্রের মাঝে কোরআন বিতরণ করলো শিবির
  • সাতক্ষীরায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ্যাভোকেসী সভা
  • বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আমরা আপোষহীন: জামায়াতের নায়েবে আমীর
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • নারীরা যোগ্যতা অনুযায়ী কাজে অংশগ্রহণের সুযোগ পাবে: জামায়াতের নায়েবে আমীর
  • সুন্দরবন দিয়ে বাংলাদেশে ৬২ জনকে পুশইন বিএসএফের
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ
  • সাতক্ষীরায় চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট
  • তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • সার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ
  • সাতক্ষীরায় এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন