বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ডিএনসিসি

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পিছু হটেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অভিযান পরিচালনাকারী দল।

বৃহস্পতিবার (১১ই মে) সকালে কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করতে অভিযান শুরু করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ সময় ব্যবসায়ীদের তোপের মুখে আধা ঘণ্টাও অভিযান চালাতে পারেননি তারা।

তড়িঘড়ি করে অভিযান শেষ করে ফেরার মুখে করপোরেশনের কর্মকর্তারা বলেন, ২৫ মে’র মধ্যে ব্যবসায়ীরা নিজ থেকে চলে না গেলে, আবারও অভিযান করবে তারা। তবে ব্যবসায়ীরা বলছেন, তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে মানবেন না তারা।

কাঁচামালের আড়ত ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সর্বশেষ গত মাসে নোটিশ দেয়া হয়েছিল। আড়ত ভবনের ঘিঞ্জি পরিবেশে পৌনে দুইশর মতো দোকান রয়েছে। অভিযানের উদ্দেশ্যে ছিল, আড়ত ভবনের এসব দোকানগুলোর গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরণের সেবা বিচ্ছিন্ন করে দেয়া।

অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা জোট বেধে বিরোধিতা করতে শুরু করেন। তাদের দাবি, নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসার সুযোগ করে দিলে নিজে থেকেই সরে যাবেন ব্যবসায়ীরা।

ঘটা করে মিডিয়া ডেকে বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করতে যায় ডিএনসিসি। এসময় অবৈধ উচ্ছেদ মানি না, মানবো না বলে অনবরত শ্লোগান দিতে থাকেন ব্যবসায়ীরা।

হ্যান্ড মাইকে তাদেরকে শান্ত করার চেষ্টা করলে আরও আগ্রাসী হয়ে ওঠেন ব্যবসায়ীরা। ফলে অনেকটা নিরুপায় হয়েই পিছু হটে সিলগালা করতে যাওয়া কর্মকর্তারা।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, ঝুঁকিপূর্ণ এই ভবন ছেড়ে দিতে আগে অসংখ্যবার নোটিশ দেয়া হয়েছে। সর্বশেষ গেলো ১৩ এপ্রিল নোটিশ দিয়ে ২০ এপ্রিলের মধ্যে মার্কেট খালি করতে বলেছিল তারা। কিন্তু ব্যবসায়ীরা তা করেনি। তবে তাদেরকে ২৫ মের মধ্যে ভবন খালি করার কথা বলছে উত্তর সিটি করপোরেশন।

তবে ব্যবসায়ীরা দাবি করেছেন, কোনও ধরণের নোটিশ পাননি তারা।

ডিএনসিসি আওতাধীন ৪৩ মার্কেটের মধ্যে ২০ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আটটি মার্কেটকে ‘অতি নাজুক’ হিসেবে চিহ্নিত করেছে করপোরেশন।

মার্কেটগুলোর মধ্যে রয়েছে- গুলশান উত্তর কাঁচা মার্কেট, গুলশান দক্ষিণ পাকা মার্কেট, মোহাম্মদপুর কাঁচাবাজারের প্রথম ও দ্বিতীয় তলা, রায়েরবাজার মার্কেট, কারওয়ান বাজার ১ ও ২ নম্বর মার্কেট, কারওয়ান বাজার অস্থায়ী কাঁচা মার্কেট যেটি কিচেন মার্কেট হিসেবে পরিচিত

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশে ব্যক্তিপর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কী?

বাংলাদেশে কেউই লাইসেন্স ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র কিনতে বা বহন করতে পারেন না।বিস্তারিত পড়ুন

হা*মলা করতে গিয়ে তেহরানের প্রেমে পড়েছেন ই*সরায়েলের পাইলট!

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানের অংশ হিসেবে অংশ নেওয়া একবিস্তারিত পড়ুন

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন যে ইরানি

ইরানে চলমান অস্থিরতা ও সংঘাতকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশটির ক্ষমতাচ্যুতবিস্তারিত পড়ুন

  • ভারতে প্লেন দুর্ঘটনা: ‘ট্রাফিক জ্যাম আমার জীবন বাঁচিয়েছে’
  • বিধ্বস্ত উড়োজাহাজের পাইলটের করা ‘মে ডে কল’ আসলে কী
  • সরকার পতনের আগেই আত্মীয়স্বজনদের বিশেষ বার্তা দেন হাসিনা
  • গরমকালে হজ হবে না আগামি ২৫ বছর
  • রাজধানীতে পোষা প্রাণীর শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল!
  • এবারের বিশ্বসুন্দরী থাইল্যান্ডের ওপাল সুচাতা
  • কলারোয়ায় অসহায় শিশুর মুখে হাসি ফোটালেন ডিসি-ইউএনও
  • কেশবপুরে ‘বৌদির আইসক্রিম’ ব্র্যান্ডের না হলেও বেশ জনপ্রিয়
  • ঘুম ভাঙতেই উঠোনে দেখা গেল বিশাল এক জাহাজ!
  • বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশি শাকিলের এভারেস্ট জয়
  • ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র!
  • শ্যামনগরের কৃষ্ণচূড়ায় জেগে ওঠে উপকূলের জীবন্ত প্রতিরোধ