মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নাহিদের নতুন ভিডিওবার্তা

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দেন।

ভিডিওবার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল। কিন্তু এখনও আওয়ামী লীগের ব্যানারে সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, যা দুঃখজনক।’

তিনি অভিযোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা তাদের বিচারের প্রক্রিয়া শুরু করার জন্য। অথচ আমরা শুরু থেকেই বলে আসছি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং দলটির আইনি জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গত দেড় দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। একাধিক গণহত্যা, গুম, খুন এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ক্রসফায়ারের ঘটনা এই সময়ের মধ্যেই ঘটেছে। এসব ঘটনার বিচার দাবিতেই গণঅভ্যুত্থান হয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার দাবিতে আমরা রাজপথে নামছি। শুধু দল নয়, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে—বাকি সংগঠনগুলোর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে হবে।’

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের বিচার চলাকালীন তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি। আমরা গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষার্থেই রাজপথে নামছি।’

বিক্ষোভ সমাবেশে শান্তিপূর্ণভাবে যোগদানের জন্য তিনি দলীয় নেতা-কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

২০২৬ সালের ফেব্রুয়ারি-এপ্রিল মাসকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেবিস্তারিত পড়ুন

সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি

কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধানবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গু*লি ছোড়া হয়

জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলিবিস্তারিত পড়ুন

  • ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ‘আ.লীগ কখনই শোধরাবে না, সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে’
  • জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহবান প্রধান উপদেষ্টার
  • নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
  • বিএনপি ধরে নিয়েছে তারা আবার ক্ষমতায় গিয়ে অপকর্ম করবে: ডা. তাহের
  • আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পেলেন এম এ হাশেম রাজু
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডে রাস্তা নির্মাণে তানিয়া তাপসীর বাঁধা!
  • পক্ষপাতদুষ্ট হয়ে কাজ না করলে কারও কোনো সমস্যা হবে না : এনবিআর কর্মকর্তাদের অর্থ উপদেষ্টা
  • বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক: মির্জা ফখরুল
  • ‘পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়’ : ড. মঈন খান
  • রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত: এনবিআর চেয়ারম্যান
  • কাজে যোগ দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা