মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লক্ষ্মীপুরে এসডিএফ’র স্টেক হোল্ডার কর্মশালা ও শিক্ষা বৃত্তির চেক প্রদান

এস. এম. শফিক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এসডিএফ’র সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ১৩ লক্ষ ৯২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীদ, এসডিএফ’র কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম।

আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলিহুড) রিয়াজ হাসান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকার।

জেলা কর্মকর্তা (লাইভলিহুড) এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক (মনিটরিং) মোঃ আমিনুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল‘সহ অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। আরইএলআই প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত টেকসই বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় ০৫ বছর মেয়াদি (জুলাই ২০২১ থেকে জুন ২০২৬) এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় (রায়পুর, কমলনগর ও রামগতি) আটটি ক্লাস্টার অফিসের অধীনে ২০০ টি গ্রামের ৩৯,২৯৭ টি (দরিদ্র ১২,০৩৯ টি ও অতি-দরিদ্র ২৫,২৫৮ টি) পরিবার এই প্রকল্পের সরাসরি উপকারভোগী।

এসডিএফ, টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণের জন্য সদস্যদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- সাংগঠনিক দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, জীবিকায়ন কার্যক্রমের জন্য আয়বর্ধনমূলক কাজের কারিগরি প্রশিক্ষণ ও ঘূর্ণায়মান তহবিল প্রদান, স্থায়ী অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, বেকার যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষাবৃত্তি প্রদান, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান এবং গ্রামীন কৃষি উদ্যোক্তা তহবিল সহ নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় ২৮ আগস্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)বিস্তারিত পড়ুন

ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষবিস্তারিত পড়ুন

  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা
  • শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব রেহানা পারভীন
  • বিভিন্ন বাহিনীতে ২৭৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা
  • ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সিলেটের ডিসি হলেন ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ সারওয়ার আলম
  • এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
  • মাইটিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে
  • চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব
  • সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন রাখার নির্দেশ
  • ১০ ঘণ্টা পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন শিক্ষকরা