নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দাবিতে খুলনায় সংলাপ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু বিশেষ করে কন্যাশিশুদের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে খুলনায় বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে কোয়ালিশন ফর এডভ্যান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস-এর উদ্যোগে ও ওয়াটারএইড বাংলাদেশ-এর সহায়তায় সহযোগী সংস্থা রূপান্তর এ সংলাপ আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি এ্যাড. ফাতেমা খন্দকার রিমা,ওয়াটারএইড বাংলাদেশ-এর পলিসি ও গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন ঘোষ এ সংলাপে কোয়ালিশনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন বলেন, ইশতেহারে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচন-পরবর্তী বাস্তবতায় তা বাস্তবায়িত হয় না; আজ আমরা ভোটারের দৃষ্টিতে কথা বলতে চাই যাতে কাউকে পেছনে ফেলে না রাখা হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি এ্যাড. ফাতেমা খন্দকার রিমা তিনি বলেন, নারী ও শিশুদের সুরক্ষা, বাল্যবিয়ে, পাচার, যৌতুক, ডিজিটাল নিরাপত্তা- এসব বিষয়ে সরকারের আইন ও নীতিমালা আগে থেকেই রয়েছে, কিন্তু প্রয়োগ দুর্বল। তাই নতুন প্রতিশ্রুতির চেয়ে এখন জরুরি হচ্ছে বিদ্যমান আইনগুলো বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা।
সংলাপে অংশগ্রহণকারীগণ অন্তর্ভুক্তিতা নিশ্চিতে দলিত ও অন্যান্য বঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকারসহ তৃণমূল পর্যায়ের দাবি কতটা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত ও বাস্তবায়িত হচ্ছে তার অগ্রগতি পরিমাপের উপরও গুরুত্বারোপ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

উপকূলীয় মানুষের দুর্ভোগান্তি জাতীয় সংসদে তুলে ধরবো : মাওলানা আবুল কালাম
“জেগেছে – নারী, কৃষক, শ্রমিক, জেগেছে – মাঝি, মাল্লা। সৎ লোকের শাসনবিস্তারিত পড়ুন

মৎস্যচাষে সাফল্যের উদাহরণ আব্দুল হালিম
সেলিম হায়দার: খুলনার উপকূলীয় উপজেলা কয়রা সবসময়ই প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার সঙ্গেবিস্তারিত পড়ুন

মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের বাসিন্দাবিস্তারিত পড়ুন

