এসডিএফ লক্ষ্মীপুরের ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব ক্যাম্পেইন


এস এম শফিক, লক্ষ্মীপুর: এসডিএফ লক্ষ্মীপুর জেলার রায়পুর ও কমলনগর উপজেলার আওতাধীন ০২ নং সোনাপুর ও ০৫ নং চর লরেঞ্চ ক্লাস্টারের আয়োজনে একযোগে দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ পালন করার অংশ হিসেবে যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
০২ নং সোনাপুর ক্লাস্টারের আয়োজনে অনুষ্ঠিত উক্ত যুব ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেসা পান্না।
তিনি যুবদের এসডিএফ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তরুণদের এসডিএফ ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সুবিধা গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভর হয়ে “কর্ম নেব না, কর্ম দিব” এই অঙ্গীকারে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন।
অন্যদিকে, ০৫ নং চর লরেঞ্চ ক্লাস্টারের আয়োজনে র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. আহসানুল আলম খন্দকার, জেলা ব্যবস্থাপক, এসডিএফ, লক্ষ্মীপুর।
তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরেন, যা উপস্থিত যুবদের অনুপ্রাণিত করে।
দিনব্যাপী উক্ত আয়োজনে উভয় স্থানে বর্ণাঢ্য র্যালি, আরইএলআই প্রকল্পের অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান ও গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টিতে এসডিএফ-এর কার্যক্রমের সচিত্র উপস্থাপনা এবং সফল উদ্যোক্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মসংস্থাপিত যুবদের অভিজ্ঞতা শেয়ার অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়া, ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষের বিশেষ কর্মসূচি হিসেবে এসডিএফ প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ২৮ অক্টোবর ২০২৫ তারিখে কুমিল্লা অঞ্চলের লক্ষ্মীপুর জেলার ০৭ টি ক্লাস্টারের “বানিজ্যিক কৃষি বিষয়ক গ্রামীণ উদ্যোক্তা তহবিল (CARE) অনুমোদনপ্রাপ্ত ১৪ জন গ্রামীণ যুব উদ্যোক্তার মাঝে মোট ২৫,২০,০০০ (পঁচিশ লক্ষ বিশ হাজার) টাকা CARE ফান্ড ঋণ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের স্বায়ত্ত শাসিত সংস্থা হিসাবে ‘আরইএলআই’ প্রকল্পের মাধ্যমে সারাদেশের ২০ টি জেলার ৩২০০ গ্রামের “যুব উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির” মাধ্যমে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ওবিস্তারিত পড়ুন

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: মির্জা ফখরুল
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে বলেবিস্তারিত পড়ুন

‘ইচ্ছামতো’ আইন-বিধি সংশোধন করায় ইসির প্রতি ক্ষোভ সাকির
নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন নির্বাচনি বিধি ও আইন পরিবর্তনের প্রক্রিয়ায় স্টেকহোল্ডারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

