মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় শিক্ষক দিবস’২২ উৎযাপিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য শোভা যাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষা বান্ধব ও জন কল্যাণ মুখি সরকার প্রধান হিসাবে আখ্যায়িত করে ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার অবকাঠামো উন্নয়ন সহ বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় আইসিটি বিষয়কে সংযুক্ত করায় শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলে দেশ ও দশের সেবা করার আহবান জানান।

অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসিরউদ্দিন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকোনুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর- রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রসুল শাহী, ইউনুছ আলী, অধ্যাপক আবু বক্কর, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সুপার বজলুর রহমান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাওঃ তৌহিদুর রহমান, মাস্টার মুজিবর রহমান।

সরকারি কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আতিয়ার রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মাজেদ, অধ্যক্ষ এসএম সহিদুল ইসলাম, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, অধ্যক্ষ ফারুক হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী,
সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, সহকারি অধ্যাপক শাহানাজ হোসেন, প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক আঃ রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক সাংবাদিক আনিছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, মাওলানা রুহুল কুদ্দুছ, প্রধান শিক্ষক মুজিবর রহমান, মাস্টার মোস্তফা বাকি বিল্লাহ শাহী, বদরুজ্জামান বদরু, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মাস্টার শফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক যথাক্রমে আরিফুল হক চৌধুরী, সরদার জিল্লুর রহমান, জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন, আজমল হোমেন বাবু সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক স্তরের শিক্ষকবৃন্দ।

উৎসাহ- উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভা যাত্রাটি আরো প্রানবন্ত করে তোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত চৌকস স্কাউট দলের ছাত্র-ছাত্রীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার ধানদিয়া চৌরাস্তায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: মাদক মুক্ত সমাজ গড়ি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবিস্তারিত পড়ুন

পেশাদারিত্বের সাথে মানবসেবা করতে চাই: সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, আমরা পেশাদারিত্বের সাথে মানবসেবা করতেবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো বাজার কমিটির নির্বাচন।। সভাপতি বজলু, সম্পাদক আনারুল

কামরুল হাসান।। কলারোয়া উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নের রাজধানী খ্যাত খোরদো বাজারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় থানা পুলিশের সাথে সুধীজনদের মতবিনিমেষ সভা
  • কলারোয়ার মডেল মসজিদ: উদ্বোধন হয়েছে আড়াই বছর আগে, ‘অসম্পন্ন’ এখনো; ছাগল-কুকুরের বিচরণ!
  • কলারোয়ায় বিএসএইচ সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়া হাই -স্কুল নির্বাচনী পরীক্ষা-২৪ এর ফলাফল প্রকাশ
  • কলারোয়ায় বাজারের জননী আইস এন্ড কোল্ডস্টোরেজে ১ লাখ টাকা জরিমানা
  • কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুল স্মরণসভা ও দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলি ও মহেন্দ্র ক্ষতিগ্রস্ত
  • কলারোয়ার বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে ছাত্রদল নেতাদের মতবিনিময়
  • কলারোয়ায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের মতবিনিময়