বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‌কালিগঞ্জে ভূমিদস্যু জাকির ও মান্নান মেম্বরের নেতৃত্বে ৭টি পরিবারের বাড়ি ঘর ভাংচুর, মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : কালিগঞ্জে চিহ্নিত ভূমিদস্যু জাকির ও মান্নান মেম্বরের নেতৃত্বে সরকারি খাস জমিতে বসবাসকারী ৭টি অসহায় পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট এবং মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের ঘুষুড়ি গ্রামের শহর আলী গাজীর স্বামী পরিত্যক্তা অসহায় রোজিনা খাতুন। তিনি বলেন, আমরা অত্যান্ত অসহায় এবং ভূমিহীন পরিবার। আমাদের কোন জমি জমা না থাকায় হাওড়ার নদীর তীরে ঝুপড়ি ঘর বেধে আমার পিতা আমাদের নিয়ে বসবাস করতেন। সে সময় তৎকালিন জেলা প্রশাসকের নির্দেশে এসিল্যান্ডসহ স্থানীয় ভূমিকর্মকর্তা ও গণম্যান্য ব্যক্তিবর্গ পাশ^বর্তী ঘুষুড়ি ব্রীজের পাশে নদীর জেগে ওঠা চরে আমাদের বসবাসের জন্য একখন্ড জমি প্রদান করেন। সরকারের দেওয়া ওই জমিতে আমরা দীর্ঘ ২৭ বছর ধরে বসবাস করে আসছি। দুটি পুত্র সন্তান জন্মের পর আমার স্বামী আমাকে তালাক দিয়ে অন্যত্র চলে যায়। সেখান থেকে অতিকষ্টে একটি ছোট্ট চায়ের দোকান দিয়ে দুই সন্তানকে নিয়ে বেঁচে আছি। পরিশ্রম করে সন্তানদের মানুষ করার চেষ্টা করছি। কিন্তু পাশ^বর্তী পরম্পদলোভী ঈমান আলীর পুত্র জাকির হোসেনগং উক্ত সরকারি খাস জমি থেকে আমাদের উচ্ছেদ করে নিজেরা যবর দখলের চক্রান্ত চালাতে থাকে। এতদিন সুবিধা করতে না পারলেও ৫ আগস্ট সরকার পতনের পর সুযোগ বুঝে চাম্পাফুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর মান্নানের নির্দেশে জাকিরের নেতৃত্বে জহুর ঢালীর পুত্র রফিক, ছাকা গাজী, মোফাই, মোস্ত,আনিছুরসহ অন্যান্যরা আমাদের উক্ত জমি জোর পূর্বক দখলের হুমকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে আমাদের পরিবারের পুরুষ সদস্যরা ইটভাটায় কাজে জন্য গেলে বাড়ি পুরুষ শুন্য হয়ে পড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে চাম্পাফুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর মান্নানের নির্দেশে জাকিরের নেতৃত্বে জহুর ঢালীর পুত্র রফিক, ছাকা গাজী, মোফাই, মোস্ত,আনিছুরসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ বাহিনী আমাদের বাড়িতে হামলা করে। আমাদের বাড়ি ঘর ভাংচুর করতে থাকে এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হাতে থাকা লোহার রড,বাঁশের লাঠি দিয়ে আমাকে বেধড়ক পিটাতে থাকে। এসময় এগিয়ে আসলে আমার মাতা জরিনা খাতুন, বোন ফতেমা খাতুন, ছেলে বাবু, রায়ছুল, ভাবী শরিফাসহ পরিবারের মহিলাদেরকেও মারপিট করে। এসময় তারা আমাদের বাড়িতে থাকা বড় বড় গাছ পালা কেটে নিয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা নগদ টাকা,স্বর্ণের দুল,২টি মোবাইলসহ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয়। পরে ঘেরাবেড়া দেওয়ার চেষ্টা করে। তাদের মারপিটে আমিসহ অন্যারা মারাত্মক আহত হয়। আমার বোন ফতেমাও মারাত্মক আহত হয়েছে। তবে তাদের মারপিটে আমি মাজায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হই। আঘাতের ফলে আমি পঙ্গু হওয়ার উপক্রম হয়ে পড়েছি। ঘটনার চার দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বসতে, শুইতে এমনকি হাটা চলাও করতে পারি না। অন্যের সাহায্যে চলতে হচ্ছে। তিনি আরো বলেন, আমরা ৫/৬ জন মারাত্মক আহত হয়েছি। কিন্তু থানায় এবিষয়ে মামলা দায়ের করতে গেলে থানা মামলা নেয়নি। থানা পুলিশের নিস্ক্রিয়তার ফলে উল্লেখিত আসামীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। আমরা মারাত্মক আহত হয়ে হাসপাতালে আসার চেষ্টা করলে স্থানীয় মেম্বর মান্নান বাধা দিয়ে বলে যে গাড়ী হাসপাতালে নিয়ে যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো জাকির ও মান্নানগং প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছেন দেশে এখন কোন আইন নাই। সুতরাং আমরাই আইন। হত্যা করে নদীতে ভাসিয়ে দিলেও কিছু হবে না। তাদের ভয়ে আমরা এখনো বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। ওই সন্ত্রাসী ভূমিদুস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং যাতে আমরা বাড়িতে ফিরতে পারি যে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: চার মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

গাজী হাবিব, সাতক্ষীরা: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • গুলিবিদ্ধ ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না
  • ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
  • জামায়াতকে নিয়ে ‘ঐক্যের পথে’ ইসলামি দলগুলো
  • সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা
  • ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম
  • সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান
  • বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় ২৮ আগস্ট
  • ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি
  • এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা