রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গায়ক নোবেলের বিরুদ্ধে ফারজান আরশির বিস্ফোরক অভিযোগ

গান গেয়ে যতটা আলোচনায় এসেছেন, তারচেয়ে বিতর্কিত কর্মকাণ্ড করে বেশি আলোচনায় এসেছেন সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল। কয়েকদিন আগে ফেসবুকে নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় আসেন।

এতে তিনি জানিয়েছেন ফারজান আরশির সঙ্গে তার বিয়ে হয়েছে।

কিন্তু সপ্তাহ পার হতে না হতেই এ প্রসঙ্গে ফারজান আরশি বক্তব্য না দিলেও ২২ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। এতে তিনি নোবেলের সঙ্গে তার বিয়ের বিষয়টি আস্বীকার করেন।

এ প্রসঙ্গে ফারজান আরশি তার ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে তাকে জোর করে মাদক সেবন করানোর অভিযোগ আনেন।

স্যাটাসে তিনি লেখেন, নোবেল জোর করে নেশা করিয়ে ভাইরাল হওয়া ছবিগুলো তোলে। নোবেলের সাথে তার কোনো বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই। এ বিষয়ে ডেমরা থানায় জিডিও করেছেন তিনি।

বুধবার বিকেলে ফেসবুকে ফারজান আরশি লেখেন, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি সবকিছু ক্লিয়ার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিল। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে, আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোড় ধরে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

ফারজান আরশি আরও লেখেন, ‘পরবর্তীতে ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটা জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমাকে আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথা মতো ভয়ে পুলিশকেও মিথ্যা বলি তখন আমার শরীরে ড্রাগ পুশ করাছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’

অন্যদিকে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ছবি প্রসঙ্গে ফারজান লেখেন, ‘নোবেল জোর করে নেশা করিয়ে আমাকে দিয়ে ওই ছবিগুলো তুলেছে। নোবেলের সাথে আমার কোনো বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির স্বীকার।’

স্ট্যাটাসের সব শেষে তিনি বলেন, ‘আমি এবং আমার পরিবার খুব ভয়ভীতির মধ্যে আছি। আমি কর্তৃপক্ষের সহযোগিতা চাচ্ছি। আমি একটি মেয়ে আমি আমার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’

একই রকম সংবাদ সমূহ

মিথিলাকে নিয়ে গুঞ্জনের মাঝেই প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট

রাফিয়াত রশিদ মিথিলার আগে একাধিক নারী এসেছে টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে।বিস্তারিত পড়ুন

নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন

নিজের জানাজার দাওয়াত দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার এফডিসিতে রূপালীবিস্তারিত পড়ুন

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • মারা গেলেন অভিনেতা প্রবীর মিত্র
  • ‘বিশ্বাস-বন্ধুত্ব’ নিয়ে মিথিলাকে খোঁচা দিলেন তাহসানের নতুন বউ?
  • সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!
  • তাহসানের স্ত্রীর বিরুদ্ধে প্রাক্তনের গুরুতর অভিযোগ
  • ৯ দেশের ১৩ ভাষার সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা
  • তাহসানের বিয়ের খবর, যা করছেন মিথিলা
  • অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান!
  • ১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন
  • বাংলাদেশে কেউ হিন্দুদের ওপর নির্যাতন করছে না: পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী কবীর সুমন
  • ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
  • ‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার রহস্যজনক মৃ*ত্যু
  • শমী কায়সার গ্রেফতার