বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় আ.লীগের শান্তি সমাবেশ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় শান্তি ও উন্নয়ন প্রচার সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দরা।

শনিবার (২৮) অক্টোবর সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সহধর্মিণী নাসরীন খান লিপি, আ.লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, অধ্যাপক এমএ কালাম, রবিউল হাসান, ডালিম হোসেন, পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইমরান হোসেন, সাবেক ইউপি সদম্য মারুফ হোসেন, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাইমসহ আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি সমাবেশ সঞ্চালনা করেন।

অপরদিকে বিকেলে কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এর নেতৃত্বে কলারোয়া সরকারী ফুলবল মাঠে এক শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, মাহবুবর রহমান মফে, সোহেল রানা, মাহফুজুর রহমান নিশান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আসলামুল ইসলাম আসলাম, মনিরুল ইসলাম, আ.লীগ নেতা হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর
জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিঠুসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন। তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে বিএনপি-জামায়াত বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন দেশের উন্নয়ন হয়, তখনি স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আবার দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা
যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, আন্দোলনের নামে সমাবেশ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন ঘটানো যাবে না আওয়ামী লীগ জনগণের ভাগ্যন্নোয়নের রাজনীতি করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। আওয়ামীলীগের শেকড় অনেক গভীরে। আওয়ামীলীগ দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে, শান্তি এনে দিয়েছে, স্বাধীনতা বিরোধীদের রক্ত চক্ষুকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভয় পাই না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্বপ্রতিনিধি : ” জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব

নিজস্ব প্রতিনিধি : শীত মানেই যেন নতুন ধানের চাল গুঁড়ার দাদি- নানিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!

মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা। অর্থনৈতিক অসচ্ছলতা ও দারিদ্রতার কারণে মেয়েরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা
  • কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা
  • কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে
  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা
  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ