বগুড়া পৌরসভায় ধানের শীষের প্রার্থী বাদশা নির্বাচিত
বগুড়া পৌরসভায় নৌকা প্রতীকের চেয়ে তিন গুণের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। তার প্রাপ্ত ভোট ৮২ হাজার ২১৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে আব্দুল মান্নান আকন্দ। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৯০টি ভোট।
এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি তৃতীয় স্থানে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ২০ হাজার ৮৯টি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৯১টি ভোট।
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
অন্যদিকে, বগুড়া পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে জয় পেয়েছেন ১নং ওয়ার্ডে শাহ মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, ৩নং ওয়ার্ডে কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ৪নং ওয়ার্ডে মতিন সরকার, ৫নং ওয়ার্ডে ডাবলু, ৬নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস, ৭নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮নং ওয়ার্ডে এরশাদুল বারী এরশাদ, ৯নং ওয়ার্ডে আলহাজ্ব শেখ, ১০নং ওয়ার্ডে আরিফুল ইসলাম আরিফ, ১১নং ওয়ার্ডে সিপার আল বখতিয়ার, ১২নং ওয়ার্ডে এনামুল হক সুমন, ১৩নং ওয়ার্ডে আল মামুন, ১৪নং ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, ১৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, ১৬নং ওয়ার্ডে আমিন আল মেহেদী, ১৮নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকাড়, ১৯নং ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, ২০নং ওয়ার্ডে রুস্তম আলী, ২১নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস ডিলু।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোট গ্রহণকালে বিজিব, র্যাব, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক টহল দিয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার কারণে বগুড়া পৌর নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, ৭০ বর্গ কিলোমিটারের বগুড়া পৌরসভা ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। জনসংখ্যা রয়েছে প্রায় ৮ লাখের বেশি। নতুন ভোটার নিয়ে চলতি বছরে এসে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এরমধ্যে বগুড়া পৌরসভায় ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন মহিলা ভোটার রয়েছেন। ভোটগ্রহণের ক্ষেত্রে পৌরসভার ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হয় সিসি ক্যামেরা।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)