বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিববর্ষ: বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। জাতীর পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি মহোদয়ের নেতৃত্বে ও যথাযথ নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী মানবকল্যাণকর, উন্নয়নমূলক ও জনহিতকর বিভিন্ন কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে আসছে।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস কোভিড-১৯ জনিত কারনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এই বাহিনীর প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ কর্মী হিসেবে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে রাষ্ট্রিয় দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে। মহাপরিচালক মহোদয়ের একান্ত সদিচ্ছা ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রেক্ষিতে মুজিব বর্ষের যথাযথ তাৎপর্য অনুধাবন পূর্বক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই, ২০২০খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে বান্দরবান পার্বত্য জেলাধীন ০৭ (সাত) টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১০০০টি বিভিন্ন প্রজাতির ফলজ এবং ভেষজ গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো: সাহাদাত হোসেন,বিভিএম, জেলা কমান্ড্যান্ট, বান্দরবান পার্বত্য জেলা।

মো: সামছুল আলম, উপ মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম মহোদয়ের সর্বাত্মক সহযোগিতায় ও মো: সাহাদাত হোসেন,বিভিএম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলা এর সার্বিক তত্ত্বাবধানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় বান্দরবান থেকে ১০০০টি গাছের চারা সাতটি উপজেলায় সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

বিশেষ অথিতি হিসেবে জনাব এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, অধিনায়ক, ২৮ আনসার ব্যাটালিয়ন, সুয়ালক, বান্দরবান পার্বত্য জেলা বৃক্ষরোপণ অভিযান ২০২০ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদান করেন।

জেলা কমান্ড্যান্ট মো: সাহাদাত হোসেন, বিভিএম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক দেশমাতৃকার জন্য নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক ও চৌকস সংগঠক।

মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধনের লক্ষে বৃক্ষরোপণ অভিযান ২০২০ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মানুষ বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থান থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অসামান্য ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং জাতীয় সকল গুরুত্বপূর্ণ কাজে ও দেশের সংকটকালীন সময়ে অতীতের মত বান্দরবান পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার অভিমত প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন: ইসি

জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেইবিস্তারিত পড়ুন

‘শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করেবিস্তারিত পড়ুন

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন

  • এসপি পদায়নের লটারি কিভাবে হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে : সিইসি
  • পশ্চিমা চাপ নেই, দিল্লি ও ফ্রান্স নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • এবারই প্রথম ৬৪ জেলায় লটারির মাধ্যমে এসপি নিয়োগ, প্রজ্ঞাপন
  • ২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি
  • বাংলাদেশে অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
  • ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৩৩ পুলিশ কর্মকর্তা
  • সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ
  • গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট: ইসি সচিব
  • তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ চাপ দিলে তার নাম প্রকাশের হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের
  • ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি
  • ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল : ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ