বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লক্ষ্মীপুরে এসডিএফের বিশ্ব পরিবেশ দিবস পালিত

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা
অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা অফিস লক্ষ্মীপুর “বিশ্ব পরিবেশ দিবস-২০২৪” উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর এর আয়োজনে উক্ত র‍্যালি ও আলোচনা সভা আজ (০৫ জুন ২০২৪, বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় অনুষ্ঠিত র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ফেনী-চাঁদপুর মহাসড়ক (ঝুমুর মোড়) প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম (বার), পুলিশ সুপার, লক্ষ্মীপুর ও মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান নির্বাহী, জেলা পরিষদ, লক্ষ্মীপুর।

প্রধান অতিথি জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, আগামীর পৃথিবীকে বাসযোগ্য করতে হলে পরিবেশ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের শিশুরা এখন আর ষড় ঋতু দেখেনা! তারা মাত্র ৩টি ঋতু দেখে অভ্যস্ত, এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বনায়ন ও জলাধারের দিকে বিশেষ নজর দেয়ার জন্য (বিশেষ করে যেগুলো ভরাট বা দখল হয়ে যাচ্ছে) স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

বিশেষ অতিথি মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, প্রত্যেকের জায়গা থেকে পরিবেশের জন্য কাজ করতে হবে নিজেদের স্বার্থেই। আরেক বিশেষ অতিথি মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ভরাট বা দখল হওয়া খালগুলোকে পুনরুদ্ধার করতে সংশ্লিষ্ট দপ্তরকে আরো বেশি আন্তরিক হতে হবে। এছাড়া বিশ্ব পরিবেশ দিবসের প্রেক্ষাপট ও তুলে ধরেন এই বিশেষ অতিথি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে পরিবেশ সচেতনতা বিষয়ক প্রবন্ধ তুলে ধরেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন-অর-রশিদ পাঠান। এ সময় আরো বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সবশেষে অতিথিরা পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য যে, এসডিএফের জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, ক্লাস্টারের কর্মকর্তাবৃন্দ এবং ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির নারী সদস্যরা উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

অপরদিকে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আওতাভুক্ত রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার ক্লাস্টার প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ দিবসের অনুরূপ অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম সমিতির নারী সদস্যসহ অংশগ্রহণ করে। এ সময় কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন সমিতিতে বৃক্ষরোপন ও করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ফিংড়ীতে জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘেরের আইলে সবজি চাষে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: মাছের ঘেরের চারপাশে ঝুলছে লাউ, করলা, শিম আর উচ্ছে। ঘেরেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো : ছাত্রদলের আবিদ
  • ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম
  • আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
  • হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়
  • ১০ ভোটও পাননি ২১ ভিপি প্রার্থী, যে যত ভোট পেলেন
  • ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা
  • ঢাবির ইতিহাসে প্রথম ডাকসু নির্বাচনে জয়ী স্বামী-স্ত্রী
  • যে মতেরই হোক না, সবাই একসঙ্গে কাজ করবো: সাদিক কায়েম
  • ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
  • ডাকসু নির্বাচনে সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত
  • ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের সাদিক কায়েম ও ফরহাদ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুল পরিদর্শনে জেলা প্রশাসক