সোমবার, এপ্রিল ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের পদ্মপুকুরে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এবিএম কাইয়ুম রাজ, বিশেষ প্রতিনিধি; সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) আসরের নামাজের পর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় স্থানে জমায়েত হন।

বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। তিনি বলেন, “গণতান্ত্রিক রাজনীতির পরিবেশকে দমন করার জন্য একশ্রেণির চক্রান্তকারীরা নানা অপতৎপরতায় লিপ্ত। কিন্তু এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে একটি ভয়াবহ বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।”

তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা প্রদান ও হামলা চালানো গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এদিকে এই হামলার ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা পরিস্থিতির দ্রুত সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ঐক্য, সুশাসন এবং সমৃদ্ধিও লক্ষ্যে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)বিস্তারিত পড়ুন

মিথ্যে মামলায় গ্রেফতার শ্যামনগরের কৈখালী ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি কর্তৃক কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে মাষ্টার ট্রাভেলসকে জরিমানা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তালাকপ্রাপ্ত স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
  • আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে
  • আদালতের আদেশ না মানলে পলাতক ঘোষণা করা হবে টিউলিপকে
  • সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
  • আশাশনির শ্রীউলার ঢালীরচক সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের নতুন কমিটির আত্মপ্রকাশ
  • কলারোয়া গদখালী ঈদ প্রীতি ক্রিকেট খেলায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়
  • কলারোয়ায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়
  • কালিগঞ্জ সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম এর মতবিনিময়
  • সাতক্ষীরার বেড়িবাঁধ ভাঙ্গন এলাকায় নৌবাহিনীর দ্বিতীয়বার জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা
  • কলারোয়ায় মাছ ধরা কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, আটক আপন ২ ভাই