বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ২৭ জুলাই বিকাল ৪টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। আবৃত্তি উৎসবে বিকাল ৪টায় প্রথমপর্বে আলোচনা সভা এবং সন্ধা ৭টায় দ্বিতীয় পর্বে আবৃত্তি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মন্ময় মনির’র সভাপতিত্বে ও সহ সভাপতি কাজী গুলশান আরা এবং সাধারণ সম্পাদক নব কুমার ঢালী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৩ সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলা একাডেমি গ্রন্থাগার বিভাগের পরিচালক আবৃত্তিজন ড. শাহাদাৎ হোসেন নিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবৃত্তিজন ফয়জুল্লাহ সাঈদ। অনুষ্ঠানে কবি, ফোকলোর গবেষক ও উপস্থাপক ড. শিহাব শাহরিয়ার এবং কবি ইমরোজ সোহেল কে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ২০২৪ সম্মাননা প্রদান করা হয়। আলোচনা করেন অধ্যাপক আব্দুল হামিদ, কবি কিশোরী মোহন সরকার, কবি স ম তুহিন। আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু, মন্ময় মনির, এ্যাড. সোহরাব হোসেন, মুহাম্মদ মহাথির রাহমান, ফাহরিয়া ইসলাম, তাসলিমা তুস্টি প্রমুখ। গান পরিবেশন করেন সাইমান শিহাব কাব্য, আহমেদ ইমতিয়াজ আবীর, ভোলানাথ মন্ডল। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, কোঠা আনন্দোলনের নামে দেশ এখন নৈরাজ্যের পথে এগিয়ে গিয়েছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটি কুচক্রী মহল নতুন করে সড়যন্ত্র করছে। আমাদের সন্তানদের ভুল ম্যাসেজ দিয়ে, ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার। ভুল পথ থেকে আমাদের সন্তানদের ঘুরে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন শেখ হাসিনা পালাইনা। শেখ হাসিনা এগুলে, বাংলাদেশ এগিয়ে যায়। শেখ হাসিনা আমাদের নিরাপদ আশ্রয়স্থল, আমাদের বাঁতিঘর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, যারা কবিতা, সাহিত্য চর্চা করেন তারা অসাধারণ। দেশে যখন যে পরিস্থিতি আসে আপনারা কবিতা ও সাহিত্য লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলেন। তিনি আরো বলেন যারা এদেশের কল্যান চায়নি তারাই কোঠা আনন্দোলনের নামে আমরা রাজাকার আমরা রাজাকার ¯েøাগান তুলে দেশ ব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা কোঠা আনন্দলনের নামে দুসকৃতিকারি জামাত- শিবির ও বিএনপির সন্ত্রাসীরারা ভাংচুর করে রাষ্ট্রের সম্পদ ও উন্নয়নের ক্ষতি করেছে। যারা দেশ ও জাতির সম্পদ নষ্ট করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। যারা ভুল পথে রয়েছে আপনাদের লেখনির মাধ্যমে এই জাতিকে সচেতন করবেন এই আহবান জানাই।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় ধাপে আরো ১৫৮ ইউএনওকে বদলি

দ্বিতীয় ধাপে দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলিবিস্তারিত পড়ুন

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নবিস্তারিত পড়ুন

  • ১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি
  • ১৬৬ উপজেলায় নতুন ইউএনও
  • এসপি পদায়নের লটারি কিভাবে হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে : সিইসি
  • এবারই প্রথম ৬৪ জেলায় লটারির মাধ্যমে এসপি নিয়োগ, প্রজ্ঞাপন
  • ২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি
  • বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাণ্ড : মির্জা ফখরুল
  • ‘মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না’ : মামুনুল হক
  • কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল
  • ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল : ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
  • ২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব