আত্মকর্মসংস্থানে এই প্রথম কলারোয়ায় ‘ফ্রিল্যান্সিং ট্রেনিং’


একটি দিন শুরু হয় একেকটি নতুন দিনের সূচনা নিয়ে, নতুন কিছুর প্রত্যয়ে। দিন-যুগ পাল্টেছে-পাল্টাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে, তাল মিলিয়ে গোটা বিশ্ব আজ অবাক বিস্ময়ে ইন্টারনেট-অনলাইন জগতে। সেই জগতে নিজেকে পরিপূর্ণরূপে সম্পৃক্ত করতে ফ্রিল্যান্সিং এর বিকল্প নেই। আত্মসম্মানের সাথে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ফ্রিল্যান্সিং সেক্টরে। নানান কর্মসংস্থানের প্রতিযোগিতামূলক নানান রকমের ঝক্কিতে বিপর্যস্ত যখন অনেকেই তখনই ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার প্রয়াসে সাতক্ষীরার কলারোয়ায় যাত্রা শুরু হয়েছে ফ্রিল্যান্সিং ট্রেনিং।
চাকরির সোনার হরিণ, মন্দা ব্যবসা কিংবা পরনির্ভরশীলতা কমাতে আত্ম কর্মসংস্থানের যখন বিকল্প নেই তখন নানান বয়সীদের যুগপত প্রশিক্ষণে প্রশিক্ষিত করে আত্ম স্বাবলম্বী হতে পাশে দাঁড়িয়েছে কলারোয়ায় ‘বিজবাল্বিং (BizBulbing)’ নামে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্লোগান: We Light your Business, এর প্রতিষ্ঠাতা এবং সিইও (প্রধান নির্বাহী) ইমরুল চৌধুরী। ব্র্যান্ড প্রমোটার বাংলাদেশ জাতীয় অনুর্ধ-১৯ ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার ওই টিমের বিশ্বকাপ জয়ী মৃত্যুঞ্জয় চৌধুরী, যিনি প্রতিষ্ঠানটির কর্ণধার ইমরুল চৌধুরীর ছোট ভাই।
ফ্রিল্যান্সিং সেক্টরের অগ্রযাত্রাকে সামনে রেখে এই সর্বপ্রথম কলারোয়ায় চালু হয়েছে ফ্রিল্যান্সিং ট্রেনিং। ফ্রিল্যান্সিং সেক্টরে মানুষের আগ্রহ এবং দক্ষতা অর্জনের জন্য BizBulbing কোম্পানি এই প্রথম কলারোয়াতে ফ্রিল্যান্সিং কোর্স চালু করেছে।
২০২০ সালের জানুয়ারিতে আলিয়া মাদ্রাসা মোড়ে কোম্পানিটি অগ্রযাত্রা শুরু করলেও এই প্রথম তারা কোর্স চালু করেছে। মাসব্যাপী অল্প টাকায় ট্রেনিং চালু করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান ইমরুল চৌধুরী জানান, ‘আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ও সময়োপযোগী নানান ফ্রিল্যান্সিং কোর্স ট্রেনিং করানো হচ্ছে। যেটা প্রশিক্ষণ নেয়া ব্যক্তিদের নিশ্চিত উপকারে আসবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।’
তিনি আরো জানান, ‘সরাসরি অফিসে বা অনলাইনের মাধ্যমেও সবাই কোর্সটি কমপ্লিট করতে পারবেন। অফিসে দক্ষ টিম দ্বারা উন্নত মানের প্রোজেক্টর এর মাধ্যমে কোর্সের কার্যক্রম সম্পন্ন করা হয়। যারা অনলাইন এর মধ্যমে কোর্সটি করতে চাই তারা বাসা থেকে জুম বা গুগুল মিট এর মাধ্যমেও কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন।’
ফ্রিল্যান্সিং কোর্সের বিষয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী মৃত্যুঞ্জয় চৌধুরীর বড় ভাই ইমরুল চৌধুরী জানান, ‘কোর্সের বিষয় : লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি। কোর্সের মেয়াদ : ১ মাস। মোট ক্লাস : ১৫ টি। এতে সুবিধা থাকছে : কোর্স + প্রাকটিক্যাল এক্সাম + অফিস সুবিধা ও অন্যান্য। কোর্সে যে যে বিষয় থাকবে সেগুলো হলো- ১. ইমেইল মার্কেটিং, ২. অনলাইন রিসার্স, ৩. লিস্ট বিল্ডিং, ৪. ইমেইল কালেকশন, ৫. ডাটা আউটপুট, ৬. ডাটা কালেকশন, ৭. LinkedIn রিসার্স, ৮. প্রাইমারি লিড, ৯. স্ট্যান্ডার্ড লিড, ১০. মার্কেটপ্লেস। কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন সরাসরি অফিসে- আলিয়া মাদ্রাসা মোড়, কলারোয়া, সাতক্ষীরা। ফোন: ০১৮১৪৬০৪৮৪৮, ০১৯৮৮০৩২৫৫০, ইমেইল: [email protected], ওয়েবসাইট: www.bizbulbing.com’
ছবিতে..

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় যুবদল নেতার অবস্থা আশ*ঙ্কাজনক
সাতক্ষীরার কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গু*রুতর আহ*ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ
কলারোয়ার জয়নগর ইউনিয়নে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ, মহিলা সমাবেশ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়
কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়েকটি ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

