বুধবার, নভেম্বর ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাভাইরাস: ইসলামের স্বাস্থ্যনীতিতে সুস্থতা ও সুস্বাস্থ্যে গুরুত্বারোপ

অসুস্থতার অন্যতম কারণ হলো স্বাস্থ্য বিষয়ক অসতর্কতা। বর্তমান প্রানঘাতি করোনাভাইরাসের মহামারী থেকে নিজে ও নিজের পরিবারকে সুরক্ষার জন্য, আমাদের দেশকে সুরক্ষার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

আমরা ইসলামের স্বাস্থ্যনীতি ও অসুস্থের প্রতি দায়িত্ব সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। মানব জীবনে আল্লাহর অন্যতম নেয়ামত স্বাস্থ্য। স্বাস্থ্য শুধু দুনিয়ার নেয়ামতই নয়, তা আল্লাহর ভালবাসা লাভের মাধ্যম। কারণ আল্লাহ শক্তিশালী ও সুস্বাস্থ্যের অধিকারী বান্দাকে ভালবাসেন। দৈহিক, মানসিক ও ঈমানী দিক থেকে যে বান্দা অধিক শক্তিশালী আল্লাহ তাকে অধিক ভালবাসেন।

এই মর্মে রাসূল (স.) বলেন: ‘দূর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন অধিকতর কল্যাণময় এবং আল্লাহর নিকট অধিকতর প্রিয়, তবে উভয়ের মধ্যেই কল্যান রয়েছে। -মুসলিম, আস-সহীহ ৪/২০৫২।

স্বাস্থ্যের নেয়ামতের বিষয়ে অসতর্কতা ও অবহেলা সম্পর্কে সতর্ক করে রাসূল (সা.) বলেন: ‘দুটি নেয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষই অসতর্ক ও প্রতারিত- সুস্থতা ও অবসর’-বুখারী আস-সহীহ ৫/২৩৫৭। এই হাদীসগুলি আমাদেরকে সুস্বাস্থ্য অর্জনে ও রক্ষায় অনুপ্রাণিত করে। সবচেয়ে বড় কথা হলো- ইসলাম আমাদেরকে এমন একটি জীবন পদ্ধতি প্রদান করেছে যে, যদি কোন মানুষ ইসলামের এ নিয়মগুলি নূন্যতমভাবেও মেনে চলে তবে সাধারণভাবে সে সুস্বাস্থ্য লাভ ও রক্ষা করতে পারবে৷

পবিত্র কোরআনে উল্লেখ আছে- আমি অসুস্থ হলে তিনি আমাকে রোগমুক্ত করেন।
وَ اِذَا مَرِضۡتُ فَہُوَ یَشۡفِیۡنِ ﴿۪ۙ۸۰﴾
ওয়া ইযা-মারিদতুফাহুওয়া ইয়াশফীন।
আমি অসুস্থ হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন।
সূরা আস-শুআরা, আয়াত-৮০।

আমরা যদি অসুস্থতা বা রোগব্যাধির কারণ অনুসন্ধান করি তাহলে দেখবো যে, সাধারণভাবে তা নিম্নরূপ:
(১) খাদ্য বা খ্যাদ্যাভ্যাস জনিত। যেমন- খাদ্যের অভাব, ক্ষতিকর খাদ্য গ্রহন, অতিভোজন ইত্যাদি, (২) অলসতা, পরিশ্রমহীনতা বা অতি পরিশ্রম, (৩) অনিয়ন্ত্রিত জীবন যাপন, (8) অপরিচ্ছন্নতা, (৫) অশ্লীলতা, (৬) মানসিক অস্থিরতা ও উৎকণ্ঠা, (৭) অসতর্কতা।
একজন মুমিন যদি অতি সাধারণভাবেও ইসলাম নির্দেশিত জীবন যাপন করে তবে এ সকল কারণ সবই তার জীবন থেকে বিদায় নেয়৷ খাদ্য ও পানীয় মানুষের সুস্থতার ও অসুস্থতার অন্যতম উপাদান।

ইসলামে পবিত্র ও উপকারী খাদ্য হালাল করা হয়েছে এবং সকল ক্ষতিকর ও নোংরা খাদ্য নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকারক দ্রব্য মাদক দ্রব্য। ইসলামে সকল প্রকার মাদক দ্রব্য কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। মনে রাখতে হবে- ‘জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন নয়।’

রাসূল (স.) বলেন: ‘পেটের এক তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক তৃতীয়াংশ পানীয়ের জন্য ও এক তৃতীয়াংশ শ্বাসপ্রশ্বাসের জন্য রাখবে।’ (তিরমিযী, আস-সুনান ৪/৫৯০।)

আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমান করেছে যে, মানুষের অধিকাংশ রোগব্যাধির কারণ অতিভোজন। অসুস্থতার অন্যতম কারণ অশ্লীলতা। আধুনিক পাশ্চাত্য সভ্যতায় অশ্লীলতার পথ খোলা রাখার কারণে মানুষ অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে।’

হাদীস শরীফে আছে- কোনো সমাজের অশ্লীলতার প্রসার ঘটলে সেই সমাজে আল্লাহর শাস্তি হিসাবে নতুন নতুন মারাত্মক রোগব্যাধির প্রসার ঘটে৷ দৈহিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা মানুষের জন্য অপরিহার্য।

পরিচ্ছন্নতা ইসলামের মৌলিক নির্দেশনা ও ঈমানের অংশ। সঠিকভাবে সুন্নত নির্দেশিত পদ্ধতিতে যদি ওযূ, মেসওয়াক, ইসতিনজা, গোসল, পোষাক-পরিচ্ছেদের পবিত্রতা রক্ষা করতে পারলে সহজেই বিভিন্ন ভাইরাস জনিত রোগব্যাধি থেকে নিরাপদ থাকতে পারবো, ইনশাআল্লাহ।

সর্বোপরি যেসকল বিজ্ঞ চিকিৎসকরা করোনার এই সংকটময় মুহুর্তে রোগীর সেবা দিচ্ছেন সেই সেবায় হয়তো কিয়ামতের ময়দানে নাজাতের অসিলা হয়ে যাবে, ইনশাআল্লাহ।

লেখক:
মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী,
ইসলামী বক্তা, লেখক ও গবেষক,
কলারোয়া, সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেড়েছে কুলের চাষ

কলারোয়ায় এবার ব্যাপক কুলের চাষ করা হয়েছে। ভিটামিন-এ ও ভিটামিন-সি সমৃদ্ধ সুস্বাদুবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা
  • কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা হলেন আসাদুজ্জামান ফারুকী
  • কলারোয়ায় কৃষি ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বাইসাইকেলে বিতরণ
  • কলারোয়ার বোয়ালিয়ায় ফুটবল টুর্নামেন্টে হঠাৎগঞ্জ চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় অসহায় মুদি দোকানীকে মুদিপণ্য দিলেন গদখালী প্রবাসী মানবতা কল্যাণ সংঘ
  • কলারোয়ার কেঁড়াগাছিতে রাতব্যাপী ১৬দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের শিরোপা জয়
  • কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নের
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • কলারোয়ায় হাবিবুল ইসলাম কলেজে মতবিনিময় সভায় কলেজ পরিদর্শক
  • শেখ হাসিনার গাড়িবহর মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দমিছিল