শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী রেজিস্ট্রেশনে উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রমের শেষ দিকে উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধার্থে আরও দুইদিন অর্থাৎ আজ শনিবার এ কার্যক্রম শেষ হচ্ছে।

“আগামীর পথে চলো একসাথে”- এই স্লোগানে ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি রাতে শেষ হওয়ার কথা থাকলেও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান ও সদস্য সচিব কাজী আসাদুজ্জামান জানান, শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা ১৭ ফেব্রুয়ারি, শনিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন সুবর্ণজয়ন্তীর সফলতা কামনা করে রেজিস্ট্রেশন কার্যক্রম যথা সময়ে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সোশাল মিডিয়ায় প্রচারিত তাঁর বাণী রেজিস্ট্রেশন কার্যক্রমে এনে দিয়েছে এক ভিন্নমাত্রা। কলারোয়া পুবালী ব্যাংকের নিচে বিজু কম্পিউটার, কাছারি মসজিদের সামনে হাসান কম্পিউটার, উপজেলা মোড়ে সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টার, ডাক্তার হাবিবের চেম্বার, শেখ জাহাঙ্গীর, শিক্ষক আ. ওহাব মামুন, আব্দুল হক নিজ উদ্যোগে রেজিস্ট্রেশন কার্যক্রম চালাতে গিয়ে আগ্রহীদের চাপে হিমশিম খাচ্ছেন। বিজু ও মোর্তজা রেজিস্ট্রেশনের জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করেছেন। লক্ষ্যণীয় বিষয় হলো, শেষ দিকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। যার ফলে সকাল থেকেই বুথগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রেজিষ্ট্রেশন কার্যক্রমের সাথে স্বেচ্ছােসবীরা নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। শুক্রবার এ প্রসঙ্গে আলাপকালে প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ ও আজহারুল ইসলাম বলেন, এই মহা মিলনমেলায় অংশগ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে আছি। আর কখনো কলেজ জীবনের বন্ধুদের সাথে দেখা হবে কী না জানি না। সেজন্য সুবর্ণজয়ন্তীতে সকলকে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করার আহবান জানান তারা।

এছাড়া বর্তমান সময়ের দুই শিক্ষার্থী অনুভূতি ব্যক্তকালে বলেন, আমরাও স্মরণকালের এ মহা মিলনমেলার সাক্ষী হতে সেজন্য রেজিস্ট্রেশন করলাম। গত কয়েক দিন কলারোয়ার সর্বত্রই কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী ও রেজিস্ট্রেশন নিয়ে ইতিবাচক আলোচনা বেশ তুঙ্গে। উল্লেখ্য, আগামী ১৩ ই এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে।

সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব আরো বলেন, এখনো পর্যন্ত যে রেজিস্ট্রেশন হয়েছে তাতে আমরা খুবই আনন্দিত ও খুশি। কাউকে বাদ দিয়ে নয়, সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চাই, সে জন্য সময় বাড়ানো হয়েছে।

বুথগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি রাত পর্যন্ত ২০০৭ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। কোনো প্রাক্তন শিক্ষার্থী যেন রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত না হন বা এখনো যারা রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে শনিবারের মধ্যে রেজিস্ট্রেশন করার সবিনয়ে আহ্বান জানান আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেড়েছে কুলের চাষ

কলারোয়ায় এবার ব্যাপক কুলের চাষ করা হয়েছে। ভিটামিন-এ ও ভিটামিন-সি সমৃদ্ধ সুস্বাদুবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা
  • কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা হলেন আসাদুজ্জামান ফারুকী
  • কলারোয়ায় কৃষি ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বাইসাইকেলে বিতরণ
  • কলারোয়ার বোয়ালিয়ায় ফুটবল টুর্নামেন্টে হঠাৎগঞ্জ চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় অসহায় মুদি দোকানীকে মুদিপণ্য দিলেন গদখালী প্রবাসী মানবতা কল্যাণ সংঘ
  • কলারোয়ার কেঁড়াগাছিতে রাতব্যাপী ১৬দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের শিরোপা জয়
  • কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নের
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • কলারোয়ায় হাবিবুল ইসলাম কলেজে মতবিনিময় সভায় কলেজ পরিদর্শক
  • শেখ হাসিনার গাড়িবহর মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দমিছিল