কলারোয়া পৌরসভা নির্বাচন : কাউন্সিলর প্রার্থী কে কোন প্রতীক পেলেন
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামলেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।
সোমবার (১১ জানুয়ারী) সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে। পরষ্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
তিনি জানান, এদিন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন এই নির্বাচনের রির্টানিং অফিসার ও সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।
এদিকে, প্রতীক পেয়ে মিছিল, গণসংযোগ ও অন্যান্য নির্বাচনী কর্মযজ্ঞতা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন প্রায় সব প্রার্থীরা। শোভা পেতে শুরু করেছে পোস্টার। বেলা ২টা থেকে শুরু হয় মাইকিং প্রচারণাও। সবমিলিয়ে আগামি ৩০ জানুয়ারী ভোট গ্রহণকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে কোমর বেঁধে নেমে পড়তে দেখা গেলো প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোট ১৩জন:
১, ২ ও ৩নং ওয়ার্ডে ৪জন তারা হলেন- ফারহানা হোসেন টেলিফোন, সালমা আক্তার পান্না চশমা, নাজমা বেগম দোস্তী আনারস ও রেজওয়ানা আক্তার পেয়েছেন বলপেন প্রতীক।
৪, ৫, ৬নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মোছা. খালেদা আক্তার চশমা, রেশমা খাতুন আনারস, সেলিনা পারভীন টেলিফোন, সন্ধ্যা রানী বর্মন জবা ফুল প্রতীক পেয়েছেন।
৭, ৮, ৯নংসওয়ার্ডে ৫জন, তারা হলেন- জাহানারা খাতুন টেলিফোন, দিথী খাতুন আংটি, শাহনাজ খাতুন আনারস, রুপা খাতুন চশমা ও হাসিনা আক্তার পেয়েছেন জবাফুল প্রতীক পেয়েছেন।
সাধারণ কাউন্সিলর প্রার্থী মোট ৩৯জন:
১নং ওয়ার্ডে (তুলশীডাঙ্গা পশ্চিম) ৪জন, তারা হলেন- এসএম মফিজুল ইসলাম উটপাখি, জিএম শফিউল আলম ডালিম, মো. আসাদুজ্জামান পানির বোতল ও মেহেদী হাসান পেয়েছেন টেবিল ল্যাম্প।
২নং ওয়ার্ডে (তুলশীডাঙ্গা পূর্ব ও বাজার) ৬জন, তারা হলেন- আব্দুল হাকিম গাজর, এস এম কামরুজ্জামান বাবু ব্ল্যাক বোর্ড, মোহাম্মদ তুহিন হোসেন (আসাদুজ্জামান তুহিন) পাঞ্জাবি, মো. সাইদুজ্জামান পানির বোতল, শেখ বদিউজ্জামান ডালিম ও শেখ রবিউল ইসলাম পেয়েছেন উটপাখি প্রতীক।
৩নং ওয়ার্ডে (গদখালী) ৪জন, তারা হলেন- আসাদ খান পাঞ্জাবি, এএফএম এনায়েত উল্লাহ খান ডালিম, মো. মুজাহিদুল ইসলাম পানির বোতল ও রফিকুল ইসলাম পেয়েছেন উটপাখি প্রতীক।
৪নং ওয়ার্ডে (ঝিকরা উত্তর) ৪জন, তারা হলেন- আমানুল্লাহ উটপাখি, মো. মাগফুর রহমান রাজু পাঞ্জাবি, মো. মেজবাহ উদ্দিন টেবিল ল্যাম্প ও মো. শরিফুজ্জামান ডালিম প্রতীক পেয়েছেন।
৫নং ওয়ার্ডে (ঝিকরা দক্ষিণ) ২জন, তারা হলেন- শেখ জামিল হোসেন উটপাখি ও সঞ্জয় সাহা ডালিম প্রতীক পেয়েছেন। ৬নং ওয়ার্ডে (গোপিনাথপুর) ৪জন, তারা হলেন- আজাহারুল ইসলাম পানির বোতল, মো. আবু জাফর সরদার ডালিম, মো. আলফাজ উদ্দিন উটপাখি ও মো. শফিউদ্দিন বিশ্বাস পেয়েছেন পাঞ্জাবি প্রতীক।
৭নং ওয়ার্ডে (মুরারীকাটি দক্ষিণ) ৪জন, তারা হলেন- মো. আজিজুর রহমান উটপাখি, আরিজুল ইসলাম পাঞ্জাবি, মো. জাহাঙ্গীর হোসেন ডালিম ও মো. সাইদুর রহমান মল্লিক পেয়েছেন বোতল প্রতীক।
৮নং ওয়ার্ডে (মুরারীকাটি উত্তর) ৬জন, তারা হলেন- আফজাল হোসেন ডালিম, গোষ্ট চন্দ্র পাল ব্রিজ, মো. মোস্তাফিজুর রহমান টেবিল ল্যাম্প, শেখ আব্দুস সাত্তার পাঞ্জাবি, শেখ ইমাদুল ইসলাম পানির বোতল ও শেখ মাহফুজুর রহমান পেয়েছেন উটপাখি প্রতীক।
৯ নম্বর ওয়ার্ডে (মির্জাপুর) ৫জন, তারা হলেন- মো. আকিমুদ্দিন আকি ডালিম, মো. আব্দুল লতিফ সরদার উটপাখি, মো. মোস্তাফিজুর রহমান পাঞ্জাবি, রুহুল কুদ্দুস পানির বোতল ও মো. শওকত হোসেন পেয়েছেন টেবিল ল্যাম্প প্রতীক।
মেয়র পদে ৫ জন:
অপরদিকে, মেয়র পদে ৫ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রতীক হিসাবে আওয়ামী লীগের নৌকা পেয়েছেন মো. মনিরুজ্জামান, বিএনপির ধানেরশীষ প্রতীক পেয়েছেন শেখ. শরিফুজ্জামান, (আওয়ামী লীগের) স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খাঁন চৌধুরী পেয়েছেন মোবাইল ফোন, (বিএনপির) স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুল ইসলাম পেয়েছেন নারিকেল গাছ প্রতীক ও আক্তারুল ইসলামের সহধর্মিণী (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী নার্গিস সুলতানা পেয়েছেন জগতে প্রতীক।
পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের মোট ভোটার সংখ্যা ২১,২৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬জন।
আগামি ৩০ জানুয়ারী ৩য় বারের মতো কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)