মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়রে ৫, কাউন্সিলরে ৫৩

কলারোয়া পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দাখিলের শেষ দিনে মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০জন ও সংরক্ষিত কাউন্সিলর তথা মহিলা কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামি ৩০ জানুয়ারী ৩য় বারের মতো কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের দিন শেষে শেষপর্যন্ত চূড়ান্ত ভাবে প্রার্থী কত জন ও কারা থাকছেন সেটা জানা যাবে। মনোনয়নপত্র বাছাই আগামি ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে।

বিষয়টি নিশ্চিত করেছন এই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। প্রার্থীরা তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।

এই নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগে মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী শেখ শরীফুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী গাজী আক্তারুল ইসলাম ও তার স্ত্রী নার্গিস সুলতানা এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু।

সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মেহেদী হাসান, এসএম মফিজুল হক, জিএম শফিউল আলম ও মো.আসাদুজ্জামান। ২নং ওয়ার্ডে ৬জন, তারা হলেন- মো.তুহিন হোসেন, আব্দুল হাকিম, মো.সাইদুজ্জামান, এসএম কামরুজ্জামান বাবু, শেখ বদিউজ্জামান ও শেখ রবিউল ইসলাম। ৩নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- আসাদ খাঁন, এএসএম এনায়েতুল্লাহ খাঁন, মো.রফিকুল ইসলাম, মো.মুজাহিদুল ইসলাম। ৪নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মো.মাগফুর রহমান রাজু, মো.মেজবাহ উদ্দীন, আমানুল্লাহ ও মো.শরীফুজ্জামান। ৫নং ওয়ার্ডে ২জন, তারা হলেন- সঞ্জয় সাহা ও শেখ জামিল হোসেন। ৬নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মো.শফিউদ্দীন বিশ্বাস, মো.আবু জাফর সরদার, মো.আলফাজ উদ্দীন ও মো.আজহারুল ইসলাম। ৭নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মো.জাহাঙ্গীর হোসেন, মো.আরিজুল মোড়ল, মো.সাইদুর রহমান মল্লিক ও মো.আজিজুর রহমান। ৮নং ওয়ার্ডে ৫জন, তারা হলেন- মো.মোস্তাফিজুর রহমান, গোষ্টচন্দ্র পাল, মো.আমিনুল ইসলাম (কাজী), শেখ আব্দুস সাত্তার ও শেখ মাহফুজুর রহমান। ৯নং ওয়ার্ডে ৭জন, তারা হলেন- মো.মোস্তাফিজুর রহমান, মো.আকিমুদ্দীন দফাদার, মো.রুহুল কুদ্দুস, মো.শওকত হোসেন, মো.আব্দুল লতিফ সরদার, আবজাল হোসেন ও শেখ ইমাদুল ইসলাম।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছন ১, ২, ৩নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- রেজওয়ানা আক্তার, মোছা.ফারহানা হোসেন, মোছা.সালমা আক্তার ও নাজমা বেগম। ৪, ৫, ৬নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মোছা.খালেদা আক্তার, সন্ধ্যা রাণী বর্মণ, মোছা.সেলিনা পারভীন ও মোছা.রেশমা খাতুন। ৭, ৮, ৯নং ওয়ার্ডে ৫জন, তারা হলেন- মোছা.শাহানাজ খাতুন, রুপা খাতুন, দিথী খাতুন, হাসিনা আক্তার ও জাহানারা খাতুন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের মোট ভোটার সংখ্যা ২১,২৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬জন।

মেয়র পদে মনোনয়ন দাখিলকারী আওয়ামীলীগের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল কলারোয়া উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত পৌর মেয়র ও কয়লা হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন। পৌরসভার ২নং ওয়ার্ড থেকে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। তিনি ২নং ওয়ার্ড তুলশীডাঙ্গার স্থায়ী বাসিন্দা।
বিএনপি’র প্রার্থী শেখ শরীফুজ্জামান তুহিন কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক। তিনি মুরারীকাটির বাসিন্দা ও ব্যবসায়ী।
গাজী আক্তারুল ইসলাম উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও বর্তমানে সাময়িক বরখাস্ত হওয়া পৌর মেয়র। পেশায় ব্যবসায়ী এ প্রার্থীর গদখালীতে বসবাস করেন। আরেক প্রার্থী নাসরিন সুলতানা তার স্ত্রী। নাসরিন সুলতানা পেশায় গৃহিনী।
স্বতন্ত্র আরেক প্রার্থী সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক দীর্ঘদিনের আহবায়ক। ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের উপদেষ্টমন্ডলীর সদস্যও। বর্তমানে তিনি কোন পদে নেই। পেশায় ব্যবসায়ী মজনু চৌধুরী গদখালী ওয়ার্ডে তথা কলারোয়া থানার বিপরীতে বসবাস করেন।

উল্লেখ্য, ১৯৯০ সালে কলারোয়া পৌরসভা স্থাপিত হওয়ার পর নানান জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সেসময় মনোনিত রাজনৈতিক ব্যক্তি পৌর চেয়ারম্যান ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)গণ প্রশাসক হিসেবে কলারোয়া পৌরপিতার দায়িত্ব পালন করেন। আইনি জটিলতা কেটে যাওয়ার পর ২০১১ সালে প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় বারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় শ্রেণির মর্যাদায় থাকা কলারোয়া পৌরসভার পরপর দুই নির্বাচনে মেয়র পদে জয়ী হন বর্তমানে বরখাস্ত মেয়র গাজী আক্তারুল ইসলাম। উপজেলা ছাত্রদলের সভাপতি থাকাকালে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে ২০১১ সালে কলারোয়া পৌরসভার প্রথম মেয়র ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক পদে থেকে দলীয় প্রতীক ধানেরশীষ নিয়ে ২০১৫ সালের পৌর নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। দুই মেয়াদের বেশিরভাগ সময় গাজী আক্তারুল ছিলেন সাময়িক বরখাস্ত। ফলে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে সিংহভাগ সময় দায়িত্ব পালন করেন কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল।

একই রকম সংবাদ সমূহ

মানবিক কাজের স্বাক্ষর রাখলেন কলারোয়ার ইউএনও জহুরুল ইসলাম

এবার মানবিক কাজের স্বাক্ষর রাখলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।বিস্তারিত পড়ুন

সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে ক্রীড়ামুখী হতে হবে : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও তারুণ্যের উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি: (২৪ শে ফেব্রুয়ারি)সোমবার বেলা সাড়ে ১১ টায় কলারোয়া আলিয়া সিনিয়রবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার গাছে গাছে ফুটেছে বসন্তের শিমুল-পলাশ-কাঞ্চন আর বাসন্তী
  • কলারোয়ায় অবৈধভাবে পাখি শিকারের অপরাধে যুবককে জরিমানা, এয়ারগান ও গুলি জব্দ
  • কলারোয়ায় যুবক-যুবতীদের কারিগরী প্রশিক্ষণ শেষে সিসিডিবি’র সনদ প্রদান
  • জেলা বিএনপি’র সমাবেশ সফল করার লক্ষ্যে কলারোয়ায় বিএনপি’র প্রস্তুতি সভা
  • কলারোয়ার আটুলিয়ায় ফুটবল টুর্নামেন্টে কাঠুরিয়া চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় স্কাউটসের প্রতিষ্ঠাতা (বিপি) দিবস পালিত
  • কলারোয়ায় স্কাউটসের বিপি দিবস উদযাপিত
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত
  • কলারোয়ায় চেকের মামলায় যুবদল নেতা টুটুল গ্রেফতার
  • কলারোয়ায় যুব জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • কলারোয়ায় ৪জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলো মানবতা গ্রুপ
  • ‘বাংলা ভাষার জন্য আগে চাই ভালোবাসা’