রবিবার, অক্টোবর ৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাক্ষাণ করে মিছিল ও সমাবেশ করেছে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। রবিবার উপজেলা পারুলিয়া, গাজীহাটে হরতাল বিরোধী মিছিল ও ঈদগাহ বাজারে সাতক্ষীরা-৩ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হককে নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করায় মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে, হরতাল প্রত্যাক্ষাণ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে রবিবার সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ড হতে একটি হরতাল বিরোধী মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবু রায়হান চত্বরে পথসভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পথসভাটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ।
এছাড়া অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হককে নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের উদ্যোগে ঈদগাহ বাজারে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন উল্লাহ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, বাচ্চু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অপরদিকে, রবিবার বিকালে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে হরতাল-অবরোধকে প্রত্যাক্ষাণ করে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা, চলমান হরতাল-অবরোধ প্রত্যাক্ষাণ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হককে জয় করার আহবান জানান। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান বক্তারা। তবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হককে পুনরায় নৌকা প্রতীক প্রদান করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দরা।
এসব কর্মসূচির পাশাপাশি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এক ভিডিও বার্তায় পুনরায় তাকে জয়ী করতে ভেদাভেদ ভুলে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মেডিকেল সেন্টার উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি : “জীবন প্রতিযোগীতার নয়, জীবন সহযোগিতার” এই স্লোগান ধারন করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম’র সদস্য বরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর নতুন সদস্যদের নবীন বরণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ওবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজায় জনমনে মনোবল বৃদ্ধিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত টহল
  • দেবহাটার কুলিয়া বাজারকে সাতক্ষীরা জেলায় মডেল গড়ার ঘোষনা
  • সাতক্ষীরার খলিশাখালিতে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় পূজামন্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
  • দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন
  • দেবহাটায় আইন-শৃঙ্খলা ও দুর্গা পূজা উৎযাপন কমিটির সভা
  • দেবহাটার ইউএনও’র সাথে সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়
  • দেবহাটা উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা
  • জমি সংক্রান্ত দেবহাটায় ২০ জনের নামে থানায় মামলা
  • দেবহাটায় এনাফ ক্যাম্পেনের উদ্বোধন
  • দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
  • শ্রমিক নেতার নেতৃত্বে দেবহাটায় ভ্যান চালকের জমি দখলের চেষ্টা, হামলায় আহত ১০