ভোমরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচার চায়লেন ৯জন মেম্বর!
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে সদরের ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাইল গাজীর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে প্রতিকার ও কঠিন শাস্তির দাবী জানালেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা ভোমরা ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য।
শুক্রবার (৬ মে) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে যান এবং পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন ভোমরা ইউনিয়নের ৯জন ইউপি সদস্য।
এসময় তারা বলেন, ভোমরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী একজন দূর্নীতিবাজ ও চোরাকারবারী। সে প্রতিনিয়ত আমাদের সামনে ও বিভিন্ন মানুষের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ ও কুরুচিপূর্ণ কথা বার্তা বলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা ছাড়াও বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী একক সিদ্ধান্তে স্বেচ্ছাচারীতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ চালাচ্ছেন। পরিষদের সকল কাজে ইউপি সদস্যদের বাদ দিয়ে কাজ করে যাচ্ছে। যে কারণে আমরা ৯জন ইউপি সদস্য ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে অনাস্থা এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সাতক্ষীরা জেলা প্রশাসক, ডিডিএলজি, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করেছি। ইউনিয়ন পরিষদ আইনের তোয়াক্কা না করে গত চার মাস ধরে পরিষদের দূর্নীতিবাজ সচিব এর যোগসাজোসে সকল অনিয়ম ও দূর্নীতি এবং স্বেচ্ছাচারীতা করে যাচ্ছেন। আমরা এর প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ও জীবন নাশের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর পাওয়া শ্রীরামপুর গ্রামের গনির স্ত্রী গৃহহীন নবিরা খাতুন’র নিকট থেকে ঘর পাইয়ে দেওয়া বাবদ অর্থ আদায় করেছে। আমরা ঐ গৃহহীন’র বক্তব্য ধারণ করলে ইউপি চেয়ারম্যান তার প্রতি ক্ষিপ্ত হয়ে নবিরা খাতুনকে তার বাড়িতে আটকে রেখেছে। হেন অপকর্ম নেই যে এই ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী করেনা।
ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠিন শাস্তি বহিস্কারসহ গ্রেফতারের দাবী জানিয়েছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা ভোমরা ইউনিয়নের ৯জন ইউপি সদস্য যথাক্রমে- ইউপি সদস্য মো. আশাবুর রহমান, মো. পলাশ হোসেন, মো. কবির হোসেন, মো. আনছার আলী, মো. সাজ্জাদ আলী, সন্তোষ ঢালী, মো. নেছারুল্লা আল-মামুন, মো. আক্তারুজ্জামান বকুণ ও বিএম আব্দুর রহিম প্রমুখ।
এসময় ভোমরা ইউনিয়নের ৯জন ইউপি সদস্যের সকল অভিযোগ শুনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তদন্ত পূর্বক সঠিক বিচারের আশ্বাস প্রদান করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)