সাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদ


সাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অসৎ উদ্দেশ্যে দেওয়া একটি বিবৃতির আমাদের দৃষ্টিতে এসেছে।
বিবৃতিটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রেসক্লাবের সম্মানিত সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দল,প্রশাসন তথা আপামর জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, জুলাই অভ্যুত্থানের পর ২৪ আগস্ট ৯৬ জন সাধারণ সদস্যের বিপরীতে মাত্র ৪১ জন সদস্যের স্বাক্ষরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শতকরা ৫১ ভাগ সদস্যের স্বাক্ষর ছাড়া সাধারণ সভা তলবের সুযোগ নেই।
এছাড়া ৪১ জন সদস্যের আশ^াস দেওয়া হয়েছিল, জুলাই অভ্যুত্থানের মুল স্পিরিট প্রত্যক্ষ ভোটে কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠনের। কিন্তু বিগত সময়ের সর্বোচ্চ সুবিধাভোগী কুচক্রিদের পদের লোভে ২৪ আগস্ট-২৫ তারিখে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসরদের স্থান দেয়া হয়।
এনিয়ে সম্মানিত সাধারণ সদস্যদের ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়। পরবর্তীতে নির্বাচনের দাবিতে ৫৬ জন সাধারণ সদস্যের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছে দেওয়া হয়। পিকনিক থেকে ফিরে এসে নির্বাচনের আশ^াসও দিয়েছিলেন দখলদার কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু নির্বাচনের সেই আখাঙ্খাকে পদদলিত করে বেশ কয়েকজন সম্মানিত সদস্যকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় দখলদার কমিটি। সাধারণ সদস্যদের সুখ-দু:খ দেখাসহ সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ বজায় রাখা প্রেসক্লাব সংগঠনের মুল কাজ হলেও তারা এসবের তোয়াক্কা না করে প্রেসক্লাব বিধ্বংসী কর্মকান্ডে মেতে উঠায় প্রেসক্লাবকে রক্ষা ও সদস্যদের সম্মান বজায় রাখার স্বার্থে গঠনতন্ত্র মোতাবেক ১৬ মে-২৫ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের সবশেষ নির্বাচিত সভাপতির কাছ থেকে দায়িত্ব গ্রহণও করা হযেছে।
এ কমিটির কাজ হলো-যাচাই-বাছাইয়ের পর নতুন সদস্য প্রদান ও একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়া। সুতরাং অসাংবাদিকদের কোনরুপ বিবৃতি বা অপচেষ্টায় বিভ্রান্ত না হওয়ার জন্য সম্মানিত সাংবাদিকসহ সবাইকে অনুরোধ জানানো হলো।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
