শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ

হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করায় এবং সরকার ও মালিকপক্ষের দায়িত্বহীন ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঈদ অতি আসন্ন হলেও ৩০ লাখ হোটেল শ্রমিকের বকেয়া বেতন-বোনাস এখন পর্যন্ত মালিকরা পরিশোধ না করায় শ্রমিকরা চরম দুঃখ-কষ্টে দিনাতিপাত করছেন। এ অবস্থায় তাদের পরিবার-পরিজনের ঈদ উদযাপন অনিশ্চিত হয়ে পড়ছে।

তারা বলেন, সরকারের মালিকতোষণ নীতির কারণে মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পার পেয়ে যাচ্ছেন। মালিকরা ধারাবাহিকভাবে হোটেল সেক্টরের শ্রমিকদের ঈদের সময় মজুরি ও উৎসব ভাতা না দিয়ে নিজেদের সম্পদের পাহাড় বৃদ্ধি করে চলছেন।

এবার এর সঙ্গে যুক্ত হয়েছে আইন অনুযায়ী ঈদের ছুটি না দেয়া। গতকাল সোমবার (১৯ মে) টঙ্গিতে একটি কারখানায় ঈদের ছুটির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণ সরকারের মালিকতোষণ নীতি ও চরম স্বৈরতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, গত বছর বৈশ্বিক মহামারি করোনার সময় থেকে প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দফতরসহ প্রধানমন্ত্রী বরাবর ধারাবাহিকভাবে চিঠি/স্মারকলিপি প্রদান করে আসছি। পুনরায় একই দাবিতে গত ৪ এপ্রিল শ্রম প্রতিমন্ত্রী ও ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রকার কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।

নেতৃবৃন্দ অবিলম্বে হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় এই শিল্পে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে তার দায় সরকার ও মালিকগোষ্ঠীকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তারা।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক জয়নাল আবদীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজাবিস্তারিত পড়ুন

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা আসিফ

ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানেবিস্তারিত পড়ুন

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপেরবিস্তারিত পড়ুন

  • ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা
  • তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল
  • তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল
  • তত্ত্বাবধায়ক সরকারের রায়ে যা বললেন আইন উপদেষ্টা
  • হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার
  • নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
  • ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির
  • নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা
  • মালয়েশিয়ার দেওয়া সব শর্ত মানতে গেলে সিন্ডিকেট তৈরি হবে: আসিফ নজরুল
  • প্লট ফ্ল্যাট বিক্রয় নিয়ে নতুন বিধিমালা জারি
  • ফুটবলে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
  • প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘ওয়াজ-মাহফিল’ সংক্রান্ত নিউজ ভুয়া : প্রেস উইং