মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মজনু চৌধুরীর ভাই রজনু চৌধুরী আর নেই

কলারোয়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা রাশেদুর রহমান খান চৌধুরী রজনু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে স্ট্রোক জনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে করে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিলো আনুমানিক ৫৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ।

তিনি জানান, সকালে সুস্থ অবস্থায় সাতক্ষীরা বাস টার্মিনালে যান ব্যবসার কাজে। সেখানে দুপুরে হঠাৎ স্ট্রোকজনিত অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সাতক্ষীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা ও চার ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি প্রয়াত ওয়াজেদার রহমান খান চৌধুরীর তৃতীয় পুত্র।

সদ্যপ্রয়াত রজনু চৌধুরী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও ব্যবসায়ী দিপু চৌধুরীর ভাই।

রজনু চৌধুরী কলারোয়া পৌর বিএনপি’র সহ-সভাপতি ও ৩নং গদখালী ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার এশার নামাজের পর কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি উপজেলার গণপতিপুরে পিতার কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু আহমেদ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন ও পরিবারের পক্ষে মরহুমের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
আলোচনা পর্ব সঞ্চালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
জানাজা নামাজে ইমামতি করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

এর আগে মরহুমকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রেণী পেশার মানুষ ছুটে যান।

এদিকে, রজনু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

অনুরূপভাবে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনসহ বিএনপি’র নেতৃত্ববৃন্দ এবং কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলা তাঁতীদলের ধানের শীষের প্রচার প্রচারণা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলমান গণসংযোগ ও প্রচারের অংশগ্রহণে বাংলাদেশবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০টি হাই-বেঞ্চ বিতরণ

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে হাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় যুবদল নেতার অবস্থা আশ*ঙ্কাজনক

সাতক্ষীরার কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গু*রুতর আহ*ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়
  • কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার
  • মানব পাচাররোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ক্যাম্পাইন
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা
  • কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা
  • কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
  • কলারোয়ায় বিভিন্ন মাদ্রাসায় বেঞ্চ বিতরণ
  • কলারোয়ায় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ
  • কলারোয়ায় জিআর বালিকা দাখিল মাদ্রাসায় সুধী ও মা সমাবেশ
  • কলারোয়ার শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান