কলারোয়ার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে যে প্রার্থী যত ভোট পেলেন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০) সেপ্টেম্বর দিনভর বৃষ্টি আর কিছু অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে বেশিররভাগ ইউনিয়নে অনেকটা নির্বিঘ্নে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণে ভোটারাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ১০টি ইউপি চেয়ারম্যান পদে ৪ টিতে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী ও অপর ৬ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে ৮ টিতে নিজ দলীয় নেতা ও ২ টিতে বিএনপির নেতা।
চেয়ারম্যান পদে যে প্রার্থী যত ভোট পেয়েছেন তা তুলে ধরা হলো:
১নং জয়নগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিশাখা তপন সাহা। তিনি অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২৭০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জয়দেব কুমার সাহা পেয়েছেন ২২৬৭ ভোট। অপর প্রার্থীরা পেয়েছেন বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান (চশমা প্রতীক) ১৮৭৬, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু ১৭১৩, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল আজিজ (মোটরসাইকেল প্রতীক) ৪৪১ ভোট।
ওই ইউনিয়নের মোট ভোটার ১২৭৫৫ জন (পুরুষ-৬৩৪৯, মহিলা-৬৪০৬)।
২নং জালালাবাদ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মাহফুজুর রহমান নিশান ৫৬৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন পেয়েছেন ৩৫০৩ ভোট।
অপর প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ (চশমা প্রতীক) পেয়েছেন ১১১৭ ভোট।
ওই ইউনিয়নের মোট ভোটার ১৪৫৪৫ জন (পুরুষ-৭৩১২, মহিলা-৭২৩৩)।
৩নং কয়লা ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ সোহেল রানা ২৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আলাইপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুল ইসলাম পেয়েছেন ২৪৬৭ ভোট।
অপর স্বতন্ত্র প্রার্থী বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম, (আনারস প্রতীক) পেয়েছেন ৫৬০ ভোট। নির্বাচনের দিন সকালেই নিজের ও সমর্থকদের উপর হামলার অভিযোগ এনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
ওই ইউনিয়নের মোট ভোটার ৭০৫৪ জন (পুরুষ-৩৪৫৫, মহিলা-৩৫৯৯)।
৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম ৪২৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম (আনারস প্রতীক) পেয়েছেন ২৪৫৮ ভোট।
ওই ইউনিয়নের মোট ভোটার ৮৯৫০ জন (পুরুষ-৪৩৬৫, মহিলা-৪৫৮৫)।
৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ১নং কেঁড়াগাছি ওয়ার্ডে কারচুপির অভিযোগে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
৯টি কেন্দ্রের মধ্যে ৮টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ৪৬৯৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী মারুফ হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩৭৫৯।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইনের প্রাপ্ত ভোট ৩২৮৪।
ওই ইউনিয়নের মোট ভোটার ১৮০২১ জন (পুরুষ-৮৯৪০, মহিলা-৯০৮৩)।
৬নং সোনাবাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেনজির হোসেন হেলাল ৭৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩৭৭৯। তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে বহিরাগতদের দ্বারা অস্থিতিশীল পরিবেশ ও হামলার অভিযোগ আনেন।
অপর প্রার্থী আকবর আলী বুলবুল আনারস প্রতীকের (বিএনপি’র স্বতন্ত্র) প্রাপ্ত ভোট ১৬০ ও আলমগীর আজাদ চশমা প্রতীকের (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রাপ্ত ভোট ৮৮।
ওই সোনাবাড়িয়া ইউনিয়নের মোট ভোটার ১৭৪৯০ জন (পুরুষ-৮৭০০, মহিলা-৮৭৯০)।
৭নং চন্দনপুর ইউপি নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী ডালিম হোসেন ৬৮৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির প্রাপ্ত ভোট ৪৫৯১।
আওয়ামী লীগের বিদ্রোহী আরেক প্রার্থী আব্দুল লতিফ মিঠু মোটরসাইকেল প্রতীকের প্রাপ্ত ভোট ৩৮৭২।
ওই ইউনিয়নের মোট ভোটার ২০৬৪৬ জন (পুরুষ-১০২৯১, মহিলা-১০৩৫৫)।
৯নং হেলাতলা ইউপিতে ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ৬৪৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এক সময় বিএনপি ঘনিষ্ঠ থাকলেও বিগত কয়েক বছর আওয়ামীলীগ ঘনিষ্ঠ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সর্দারের প্রাপ্ত ভোট ৪৯৩৯।
অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনসার আলী সরদার ১১৮৭ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মাজেদ বিশ্বাস আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ৮৩ ও জামায়াতের স্বতন্ত্র ইকবাল হোসেনের ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট ৪৫।
ওই ইউনিয়নের মোট ভোটার ১৬৮৯৩ জন (পুরুষ-৮৩৮৭, মহিলা-৮৫০৬)।
১১নং দেয়াড়া ইউপি আওয়ামী লীগে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে ৩৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩৭১ ভোট।
অপরদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী চশমা প্রতীকের আব্দুল মান্নানের প্রাপ্ত ভোট ৩২৯১, মিনাজ উদ্দিনের আনারস প্রতীকের (স্বতন্ত্র) প্রাপ্ত ভোট ১৩২০, আবু বক্কর সিদ্দিকের টেলিফোন প্রতীকের (স্বতন্ত্র) প্রাপ্ত ভোট ৫৮ ও নাজমা পারভীনের টেবিলফ্যান প্রতীকের প্রাপ্ত ভোট ৩৭।
ওই ইউনিয়নের মোট ভোটার ১৬৬৬৫ জন (পুরুষ-৮২৮৮, মহিলা-৮৮৩৭৭)।
১২নং যুগিখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান রবিউল হাসান ৭৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওজিহার রহমান চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৫৬৩।
আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী এরশাদ আলী আনারস প্রতীকের পেয়েছেন ২১৬ ভোট।
সেখানে বিদ্রোহী প্রার্থীদের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিতির বাধ্য করার অভিযোগ ওঠে।
ওই ইউনিয়নের মোট ভোটার ১২৪৩২ জন (পুরুষ-৬২০১, মহিলা-৬২৩১)।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)