কলারোয়ায় সিংগা হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত
কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার(১৫ আগষ্ট) সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলনের মধ্য দিবসের কার্যক্রম শুরু হয়। পরে শোক র ্যালি, চিত্রাংকন, কবিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন সমাজ সেবক, শিক্ষানুরাগী আব্দুল মাজেদ সরদার। স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক স্কুল পরিচালনা কমিটির সদস্য আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণি, সমাজ সেবক ফজলুর রহমান, সমাজ সেবক আজগর ঢালী, বাবুল আক্তার, ছড়াকার আয়ুব হোসেন, কমিটির সদস্য আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, মাস্টার আব্দুস সবুর, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, বদরুজ্জামান, পার্শ্বশিক্ষক শুভংকর মজুমদার, পলাশ হোসেন, বক্তা শিক্ষার্থী আফরোজা খাতুন, তন্ময় সরকার, আব্দুল্যা, মুন্নি আক্তার, সানজিদা ইয়াসমিন জ্যোতি, লামিয়া খাতুন, নাজিয়া ফারহিন, আজামুসহান সিয়াম ও স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম সহ অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সূধিবৃন্দ।
সব শেষে শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুরুপভাবে, কলারোয়া সরকারি হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়, বামনখালি হাইস্কুল, খোর্দ্দ মাঃ বিদ্যালয়, ধানদিয়া মাঃ বিদ্যালয়, কাজীরহাট বালিকা, কে,এইস,কে মাধ্যঃ বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া মাধ্যঃ বিদ্যালয়, কে,এল আদর্শ মাঃ বিদ্যালয়, কলারোয়া আলিয়া মাদ্রাসা, বুঝতলা মাদ্রাসা, চন্দনপুর হাইস্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা যায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)