রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদী কবিতা পাঠ ও মানববন্ধন

সারাদেশে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ বাঙালি মুসলমানেরা ইজরায়েলী আগ্রাসন এবং বর্বরচিত হামলা ও গনহত্যার প্রতিবাদে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন জেলা উপজেলায় নানা প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায় যশোর মনিরামপুরের চাকলা খোরদো ব্রীজ সংলগ্ন এক কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষার্থীরাও এ উদ্যোগ গ্রহণ করেছেন।প্রতিষ্ঠানটির শিক্ষকদের উদ্যোগে চাকলা মহিলা মাদ্রাসার ছাত্রীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিবাদী কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১এপ্রিল) সকালের দিকে উপজেলার মশ্বিমনগর চাকলায় বিবেকের ডাকে সাড়া দিয়ে শিক্ষক শিক্ষার্থীরা ইজরায়েলী বর্বরোচিত হামলা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী নানা আলোচনা তুলে ধরেন।মহৎ এ অনুষ্ঠানে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে ধর্মপ্রাণ এসব মুসলমান শিক্ষক শিক্ষার্থীরা বলেন,’ গাজায় নারী শিশু কেউ রক্ষা পাচ্ছে না।আবাল বৃদ্ধ বনিতা নিরাপদ নেই।মানবতা আজ চরম বিপর্যয়ের মুখে।অথচ জাতি—সংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো নিরব রয়েছে।আমরা গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষক মোনায়েম হোসেনের পরিচালনায় শিক্ষার্থীরা তাদের লিখিত সব প্রতিবাদী কবিতা পাঠ ও উপস্থিত শিক্ষকসহ অনেকে বক্তব্য রাখেন।এসময় গাজায় ইজরায়েলী বর্বরতার বিরূদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদী কবিতার মধ্যে গনমাধ্যমকর্মী সরদার কালামের জৈষ্ঠকন্যা নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রী সুইটি ইয়াসমিন তিশার কবিতা পাঠ উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।
তার প্রতিবাদী কবিতার লাইন ছিল…..
জেগে ওঠো বিশ্ব মুসলিম, এবার ঘুম ভেঙে জেগে ওঠো, ওহে মুসলিম বিশ্ব! জ্বলন্ত মশাল হাতে ঘোর এই অন্ধকারে নেমে পড়ো, জেগে ওঠো হে মুসলিম বিশ্ব!চুপ করে আর কত দেখবে ফিলিস্তিনে নির্মম হত্যা যজ্ঞের দৃশ্য! ফিলিস্তিনের শিশুদের কান্নায় আকাশ বাতাসভারি,মুসলিম হয়ে মুসলিমের আর্তনাদ কেমনে সইতে পারি!প্রথম কেবলা আল- আকসায়, চলছে ধ্বংসের দৃশ্য,কেমন করে চুপ করে আছো,হে মুসলিম বিশ্ব! প্রতিটি মুসলিম হত্যার জবাব দেওয়ার এসেছে সময়,
মুখ বুজে মার খাওয়ার সময় এখন আর নয়! সবভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হও মুসলিম বিশ্ব,ফিলিস্তিনে উড়ুক মুক্তির পতাকা, দেখুক সারা বিশ্ব!জেগে ওঠো আজ ওহে বিশ্ব মানব, জেগে ওঠো ওহে মুসলিম, জেগে ওঠো বিশ্ব মুসলিম মানবতা! জেগে ওঠো আজ মুসলিম বীর,উন্নত হোক তোমার শির, সম্মুখে যে আজ মহৎ কাজ,হস্তে ধরো অস্ত্র আজ!শান্তি এখনো অনেক দূর,ফিলিস্তিনজননী আর মুসলিম বিশ্ব শঙ্কাতুর!মানুষ মারে ওই অমানুষ যুদ্ধবাজ, সন্ন্যাসীরাও মরছে আজ,মরছে আবাল বৃদ্ধ বনিতা শিশু আর বিশ্ব মানবতা!ভুলে গেছো তুমি মানবতা,হারিয়েছো বিবেক মনুষত্ব্য,দেখো দেখো রক্তাক্ত আজ সিরিয়ামাতা!গাজা ফিলিস্তিনের শিশুরা যে বাঁচতে চায়, বাঁচাও মানবতা ওহে বিশ্ব বীর মুসলমান! আজ তুমি কোথায়?জেগে ওঠো,জেগে ওঠো বিশ্ব মুসলমান!ছিন্ন হোক সে নরপিশাচ শত্রুশির!

সন্ত্রাসবাদ নিপাত যাক নিপাত যাক,বিশ্ব মানবতা আর বিশ্ব মুসলমান বিজয় পাক।চলো চলো বিশ্ব মুসলিম ফিলিস্তিন গাজা সিরিয়ামুক্তির মিছিলে যুদ্ধে আজ,বলো বলো বলো সবাই, জানোয়ার ইসরায়েলি আগ্রাসন থেকে গাজা সিরিয়া ফিলিস্তিনের মুক্তি চাই,বিশ্ব মুসলিম জাতির বিজয় চাই!যুদ্ধ নয় শান্তি চাই শান্তি চাই!

সবভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হও মুসলিম বিশ্ব,ফিলিস্তিনে উড়ুক মুক্তির পতাকা,দেখুক সারা বিশ্ব।শান্তি শান্তি শান্তি চাই, যুদ্ধবাজদের যুদ্ধ নয়,বিশ্ব মানবতার মুক্তিচাই বিশ্বজুড়ে শান্তি চাই।যুদ্ধবাজেরা নিপাত যাক নিপাত যাক,বিশ্ব মানবতা মুক্তি পাক,যন্ত্ররা নিভে যাক নিভে যাক,মানুষেরাই শান্তি পাক। শিক্ষক মোঃ বাবলু রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ অনুষ্ঠানে তার এ কবিতা পাঠ শুনে উপস্থিত শিক্ষকসহ সকলেই সাংবাদিক কন্যা নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রী তিশাকে ভূয়সী প্রশংসা করেন।এবং সবশেষে শিক্ষক মোনায়েম হোসেনসহ শিক্ষকরা ইজরায়েলী পন্যের নাম উল্লেখ করে তা সকলকে বয়কটের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরের রাজগঞ্জে স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে রমরমা সুদের ব্যবসা

হেলাল উদ্দিন : কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই যশোরের মনিরামপুরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাপের বাড়ি থেকে স্ত্রীকে আনতে না পেরে যুবকের আত্মহ*ত্যা

দুই বছর আগে বিয়ে করেছেন যুবক আব্দুর রহিম (২২)। মাঝে মধ্যে ঝগড়াবিস্তারিত পড়ুন

মনিরামপুর হাসপাতাল বেডেই কেটেছে যাদের ঈদ

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর) : আনন্দ উৎসবের মধ্য দিয়ে সোমবার (৩১ মার্চ)বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরের রাজগঞ্জে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতারণ
  • ঈদকে সামনে রেখে ফেসবুকে সক্রিয় অনলাইন মোবাইল বিক্রেতা প্রতারক চক্র
  • বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা : রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • মনিরামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • মনিরামপুরের খেদাপাড়ায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ
  • রাজগঞ্জে কলেজ শিক্ষক আলমের ইন্তেকাল, শোক প্রকাশ
  • মনিরামপুরে গোয়ালের তালা ভেঙ্গে বিধবা নারীর ৬ গরু চুরি
  • যশোরের রাজগঞ্জে বোতল সয়াবিন তেল খুলে অতিরিক্ত দামে বিক্রি!
  • যশোর-খোরদো রোডে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা
  • মনিরামপুরে রমজানকে স্বাগত জানিয়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান
  • কলারোয়ায় এই প্রথম অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্টে