জীবনের ম্যাপ আল কোরআন
জীবনের আরবি প্রতিশব্দ হায়াত। মৃত্যু নামক নিশ্চিত শব্দটি ক্ষণস্থায়ী হায়াত বা পার্থিব জীবনের অবসান ঘটায়।
সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, সব প্রাণীকেই মৃত্যু সুধা পান করতে হবে। ফুরিয়ে যাবে ক্ষণস্থায়ী জীবন প্রদীপের তেল; শুরু হবে পরকালীন স্থায়ী অনন্ত জীবন। যে জীবনে কোরআনিক ম্যাপে পরিচালিত জীবনই সুখ ও স্বাচ্ছন্দ্যবোধ করবে।সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ ও তার রাসূল (সা.)-এর প্রতি একনিষ্ঠ আনুগত্য পোষণ করে জীবন পরিচালনাকারীকে আল্লাহ মহাসফলতা দেবেন।
আল্লাহতায়ালা মাখলুককে জীবন দিয়েছেন; তবে মানবজাতিকে দিয়েছেন ভিন্ন এক উদ্দেশ্যে। কোরআনুল কারিমে বলেছেন, আমি মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।
আরেক আয়াতে বলেন, আমি সর্বাধিক উত্তম আমলকারীকে বাছাই করার জন্য মানবজাতিকে মিশ্রিত শুক্র পদার্থ দিয়ে সৃষ্টি করেছি। আর এ জন্য তাদের আমি করেছি শ্রুতিধর ও চক্ষুষ্মান। (সূরা দাহর : ০২)
কোরআনুল কারিম হল পরকালে সুখের উপকরণ প্রস্তুতির জন্য মানবজাতির ম্যাপ বা মানচিত্র। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আমি কোরআনকে মানবজাতির জন্য পথপ্রদর্শক ও সত্য-মিথ্যার পার্থক্য করে অবতীর্ণ করেছি। (২:১৫)
তিনি আরও বলেন, এ কোরআন এমন এক কিতাব যা মানবজাতিকে সুপ্রতিষ্ঠিত একটি পথ দেখাবে এবং নেক আমলকারী মুমিনদের মহাপ্রতিদানের সুসংবাদ দেবে। (১৭:০৯)
সমাজে আল্লাহর কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরায় মোমিনদের জীবনে এসেছিল বন্ধু এবং ভাইয়ের হৃদ্যতা।
তাই সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে কেয়ামত পর্যন্ত আগত বান্দাদের লক্ষ করে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কোরআন রশিকে জীবনের সর্বাঙ্গে দৃঢ়ভাবে আঁকড়ে ধর, কখনও বিচ্ছিন্ন হয়ো না। কেননা এ ম্যাপের মাধ্যমেই তোমাদের পারস্পরিক দুশমনির সমাপ্তি হয়ে শান্তির বন্ধনে আপন ভাইয়ে পরিণত হয়েছ।
সহি বোখারির হাদিসেও আছে, রাসূল (সা.) বিদায় হজের ভাষণে ঘোষণা করেছেন, আজ আমার অন্তিম মুহূর্তে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এ দুটি বিষয়কে দৃঢ়ভাবে আঁকড়ে রাখলে পদচ্যুত হবে না দুটির একটি হল- কোরআন অপরটি হল- রাসূল (সা.)-এর জীবনাদর্শ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)