ফকিরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


এ্যাড: কাজী ইয়াছিন সভাপতি, খান মোঃ আল আউয়াল মনি সাধারণ সম্পাদক, শেখ সৈয়দ আলী অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত। ১৬/১২/২০২০ ইং তারিখ বিকেল পাঁচটায় ফকিরহাট প্রেসক্লাব স্থাপিত- ১৯৯৬ ইং এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি এ্যাড: কাজী ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সকলেই বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন। কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন-সভাপতি এ্যাড.কাজী ইয়াছিন(দৈনিক আমার একুশ দৈনিক বাংলাদেশ সমাচার), সহ- সভাপতি শেখ আসাদুজ্জামান(এমটিভি/নাগরিক ভাবনা/ঢ়নহ২৪), শেখ ওবায়েদ হাসান রনি(দৈনিক প্রবর্তন/সোনালী স্বপ্ন),আমিরুল ইসলাম( জয় টিভি), সাধারন সম্পাদক খান মোঃআল-আউয়াল মনি (আইওন টিভি/ দৈনিক তথ্য/ দৈনিক সংযোগ বাংলাদেশ/ নয়াদিগন্ত/ আলোকিত পত্রিকা/ ভহং২৪.পড়স, সহ-সাধারন সম্পাদক রামিম চৌধুরী(স্টাফ রির্পোটার দৈনিক সময়ের খবর, অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী(দৈনিক সময়ের খবর/দৈনিক বাংলাদেশ সমাচার/দক্ষিনঅঞ্চল, সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস(দৈনিক দেশ সংযোগ, দপ্তর সম্পাদক তাহেরুল ইসলাম(বাংলাদেশ সমাচার, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম(বাবু)(জয়টিভি, ক্রীড়া সম্পাদক খান গোলাম মুরশিদ(দৈনিক ফলাফল, প্রচার সম্পাদক শেখ শাহিন উদ্দিন(দৈনিক নাঙ্গলকোট, সহ- প্রচার সম্পাদক রাজু আহমেদ(ফকিরহাট নিউজ২৪)। নির্বাহী সদস্য, প্রভাকর বিশ্বাস(প্রেসক্লাব নিউজ),বখতিয়ার মোড়ল(দৈনিক মানবজমিন), রাসেল আকন(দৈনিক আজকের তথ্য)। সাধারণ সদস্য-সজল আহমেদ(শিক্ষাবার্তা/রাজ পথের দাবী (ফকিরহাট নিউজ২৪), বিজন কুমার দেওয়ান(শ্যামলিমানিউজ২৪.কম),মিজানুর রহমান লিটন(জবস টিভি/দৈনিক আমার সংবাদ) আরিফুল ইসলাম(তাজা খবর), শুকুর আলী(দৈনিক কন্ঠস্বর), রনি চৌধুরী(২৪ঘন্টা আপডেট নিউজ), মেহেদী হাসান কাজল(দৈনিক আমার একুশ), আম্মার হোসাইন(দৈনিক কালান্তর)। উক্ত নির্বাহী কমিটি আগামী ০১/০১/২০২১ ইং তারিখ দায়িত্ব ভার গ্রহণ করবেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
