শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিবাদীর বিরুদ্ধে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে মানবজমিন

হোসেন আলী, সাতক্ষীরা: গণমানুষের আস্থার প্রতীক হয়ে নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে ২৭ বছর অতিক্রম করেছে পাঠকপ্রিয় দৈনিক মানবজমিন। গত দেড় দশক ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে এ পত্রিকাটি। এছাড়া, সাম্প্রতিক জুলাই-আগস্টের অভ্যুত্থানেও মানবজমিনের ভূমিকা ছিল সবচেয়ে আলোচিত।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানবজমিন-এর ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই মানবজমিন-এর সাহসী সাংবাদিকতার ইতিহাস ও ফ্যাসিবাদবিরোধী ভূমিকা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবজমিনের মালেশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক অ্যাডভোকেট মুনির উদ্দিন, বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলা ভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার মো. আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফরিদ আহমেদ ময়না, পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, ৭১ টেলিভিশনের বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, এনটিভির এস এম জিন্নাহ, ল’ স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু প্রমুখ।

বক্তারা বলেন, মানবজমিন দক্ষিণ এশিয়ার প্রথম ট্যাবলয়েড পত্রিকা হিসেবে বহু চড়াই-উতরাই পেরিয়ে ২৭ বছর পার করেছে। এই পত্রিকাটি গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং সমাজের সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে চলেছে। তারা আরও বলেন, মানবজমিন বর্তমানে নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।

বক্তারা দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বাংলাদেশের সাংবাদিকতার এক জীবন্ত কিংবদন্তি বলে অভিহিত করে বলেন, ‘কারও তাঁবেদারি করে না’এই স্লোগানকে ধারণ করে তিনি সময়ের সাহসী সন্তান হিসেবে আজও টিকে আছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয় বার্তার সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশের খবর ও পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, লেখক নাজমুল হক, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক বাংলার আবু সাইদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, পত্রদূতের হাবিবুল হাসান, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হোসাইন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম, দ্য এডিটরস-এর মে‌হেদী হাসান শিমুল, জবাবদিহি পত্রিকার শাহাজাহান মিটন, এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, মাই টিভির ইকরামুজ্জামান জনি, ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, সাজেদুল ইসলাম, নাঈমুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় মানবজমিন-এর দীর্ঘ পথচলার নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ই ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ২০ লক্ষ টাকার ভারতীয় পন্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিসবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন
  • সাতক্ষীরায় সাংবাদিক আবু সাঈদকে হু*মকি, থানায় জিডি
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
  • সাতক্ষীরায় ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির
  • সাতক্ষীরার ইছামতি ও কালিন্দী নদীর ভাঙনে বদলে যাচ্ছে মানচিত্র
  • সাতক্ষীরায় ট্রাকসহ প্রায় ৯ কোটি টাকার ভারতীয় পন্য আটক
  • সাতক্ষীরার সদরে বল্লী ইউনিয়নে সরকারি গাছ বিক্রির অভিযোগ
  • সাতক্ষীরার দেবহাটায় জোরপূর্বক বসতভিটা ও জমি দখল সাতক্ষীরা বিজ্ঞ অমলী আদালতে মামলা
  • সাতক্ষীরায় প্রায় ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির