বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কলারোয়ায় যেসকল কর্মসূচি
সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২১’ উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৭মার্চ বুধবার সূর্যোদ্বয়ের সাথে সাথে থানা চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা শেষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।
৮-১৫ টায় শিশুদের নিয়ে বেলুন, পায়রা উড্ডয়ন ও কেক কাটা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা।
দুপুরে উপজেলার ৩০টি পুনর্বাসিত গৃহহীন ও ভূমিহীন পরিবারসহ পৌরসভাধীনস্থ দু:স্থদের মাঝে এবং হাসপাতাল ও এতিমখানায় মিষ্টিসহ উন্নতমানের খাবার বিতরণ।
এছাড়া সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জায় ও অন্যান্য উপসানালয়ে বিশেষ দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করা।
বিকাল ৫ টায় স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর স্বল্পদৈর্ঘ চলচিত্র, তথ্য চিত্র প্রদর্শণ।
দিবসটি উপলক্ষে ড্রপডাউন ব্যানার, ফেস্টুনসহ স্থানীয়ভাবে সৌন্দর্যবর্ধন, সাজসজ্জা, আলোক সজ্জা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিজস্বভাবে আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুজিব স্মরণিকা ও দেওয়াল পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাত ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণিল আতশবাজি প্রদর্শণ করা হবে।
দিবসকে সামনে রেখে ১৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাংকন, রচনা, ক্যুইজ ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে সফল ও সার্থক করতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিসহ সকল বয়সের উপজেলাবাসিকে গৃহীত কর্মসূচিতে অংশগ্রহনের জন্য আহবান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)