বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র কেন্দ্রীয় সংগঠক হলেন সাতক্ষীরা’র ছেলে ডা. মুনসুর রহমান

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র কেন্দ্রীয় সংগঠন নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কৃর্তিসন্তান ডা. মো. মুনসুর রহমান।

শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে মোবাইল কনফারেন্সের মাধ্যমে পার্টি’র পুননির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা’র পাশাপাশি সাত সদস্যবিশিষ্ট রাজনৈতিক পরিষদ এবং ১৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংগঠক নির্বাচিত করা হয়। এর আগে ৬ জানুয়ারি উদ্বোধনী সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পার্টির এ কংগ্রেস শুরু হয়েছিল।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলা মাছখোলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদ সরদার এর ছেলে ডা. মো. মুনসুর রহমান ইতিপূর্বে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীর জেলা কমিটি’র সদস্য সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। পেশাগত কাজের পাশাপাশি অধিকার বঞ্চিত মানুষদের সাথে নিয়ে বিগত দিনে আন্দোলন-সংগ্রাম করে জেলার পাশাপশি দেশের অভ্যন্তরের লাখো জনমানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি, সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি, সীমান্ত আদর্শ ডিগ্রী কলেজ থেকে ২০১৩ সালে অনার্স (বাংলা), সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ২০১৪ সালে মাস্টার্স (বাংলা) কোর্স সম্পন্ন করেন। এছাড়াও সাতক্ষীরা ডি.বি. খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ২০১৬ সালে ডিএইচএমএস কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। এবং আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃপক্ষ তাকে রেজিস্টেশনভুক্ত চিকিৎসক হিসেবে একটি সনদ প্রদান করেন। সেটি গ্রহণপূর্বক পেশাগত কাজের পাশাপাশি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী সম্পাদিত সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ সম্পাদিত দৈনিক কালের চিত্র পত্রিকার ডেস্ক ইনচার্জ হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

উপরিউক্ত বিষয়ে ডা. মো. মুনসুর রহমান বলেন, আমাকে কেন্দ্রীয় সংগঠক নির্বাচিত করায় পার্টি’র সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকসহ অন্যান্যদের জানাই বিপ্লবী শুছেচ্ছা। সম্প্রতি দেশের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত দুর্বিষহ। আগামী দ্বাদশ নির্বাচন কেন্দ্রিক এই নির্বাচনী বছরে দেশের বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন ঘটছে নানান অরাজকতা, মারামারি-হানাহানি। বিরোধী দলের নেতাকর্মীসহ অধিকাংশ সাধারণ মানুষকে করা হচ্ছে বিভিন্নভাবে হয়রানি। এমনকি করোনা পরবর্তী সময়ে বেকারগ্রস্ত কয়েক কোটি মানুষ আজও স্বস্তিতে ফিরতে পারেনি। তাদের পাশাপশি হতদরিদ্র-নি¤œবৃত্ত মানুষেরা নিত্যপণ্যের দাম বহুগুণে বেড়ে যাওয়ায় দিশেহারা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক দিয়েছে আমাকে দিয়েছে তা পেশাগত কাজের পাশাপাশি করতে সচেষ্ট থাকবো।

বার্তা প্রেরক,

(এটিএম রইফ উদ্দীন সরদার)
আহবায়ক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীর জেলা কমিটি,
০১৭১২-১৩৭৭৩৪

একই রকম সংবাদ সমূহ

৫ দফা দাবিতে সাতক্ষীরায় ২ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন ও হাত ধোয়া প্রদর্শনী

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন

সানবীম করিম সিয়াম: ক্রিকেট, ভলিবল ও ফুটবলের পর এবার হ্যান্ডবল খেলায় কৃতিত্বেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি
  • দুলাল চন্দ্র দাশ সভাপতি, কার্তিক দাশ সাধারণ সম্পাদক বিধান দাস সাংগঠনিক সম্পাদক
  • সাতক্ষীরায় চোখের ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্পের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
  • পারুলিয়া জামায়াতের নির্বাচনী পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন
  • সাতক্ষীরায় চোরাচালানের নতুন কৌশল: খৈলের নিচে ৭ কোটি টাকার ভারতীয় পোশাক ও মাদক
  • তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে কালিগন্জ
  • দেশপ্রেমী মানুষ তৈরির কারখানা ছাত্রশিবির- সাতক্ষীরায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
  • সাতক্ষীরার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু