রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা ইমাদুল হক হাইস্কুলে ৬০ বছর পূর্তি ও ঈদ পূনর্মিলনী

“যেথায় থাকুক যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও ঈদ পূনর্মিলনী উপলক্ষে আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে দিন ব্যাপি এ বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক কাজী ওলিউর রহমান তাজিম’র সভাপতিত্বে লাবসা ইউনিয়নের লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে জাঁকজমক ও বর্ণিল উৎসব মূখর পরিবেশে বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও ঈদ পূনর্মিলনী পালিত হয়েছে।

সাতক্ষীরার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও ঈদ পূনর্মিলনী রুপ নেয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা। সকাল থেকে নতুন পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। গানবাজনায় মেতে ওঠেন তারা। মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গন। সকাল থেকে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে জাঁকজমক ও বর্ণিল উৎসব মূখর পরিবেশে অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একেকটা বন্ধুই অন্য বন্ধুর জন্যই ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় সব শিক্ষার্থী। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, রোটারীয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।

মিলনমেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন। প্রাইমারী পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আর্বিভাব হয়ে থাকাটাই বন্ধুত্বের পরিচয়। আবার জীবনের তাগিদের জন্য কেউ কেউ ব্যস্ত সময় পার করে আসছি আবার উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে বসবাস করছি, সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা আগের মতই রয়ে গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি, একে-অন্যের পাশে পরিপক্ব হিসেবে আমরা সবাই দাঁড়াতে পারি। এদিকে সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বাদ্যবাজনা ও ব্যাণারসহকারে বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। লাবসা ফুটবল মাঠে সন্ধ্যায় স্মৃতিচারণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, শেখ মাসুদ আলী, শেখ আব্দুল আলীম, শেখ ইসতিয়াক আহমেদ, মীর হায়দার আলী, মো. আসাদুজ্জামান আসাদ, শেখ রিজভী আহমেদ, তৌকির রহমান, ইজাজুল হক ও জুয়েল প্রমুখ। এসময় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারিদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গোবিন্দকাটি হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন

এসএম আব্দুল্লাহ, ঝাউডাঙ্গা (সাতক্ষীরা): সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি হিফজুল কুরআন মহিলা মাদ্রাসারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় চেকের মামলায় যুবদল নেতা টুটুল গ্রেফতার
  • সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি
  • সাতক্ষীরায় জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও দোয়া
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে মাতৃভাষা দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • একুশের প্রভাত ফেরিতে ভাষা শহীদদের সম্মান জানালো ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়
  • সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • সাতক্ষীরায় শিশু সন্তানকে পু*ড়ি*য়ে ও বয়স্ক মা’কে পি*টি*য়ে হ*ত্যা, মেয়ে আ*ট*ক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
  • দেশে শিক্ষকদের প্রথম এমপিওভুক্ত করেন শহীদ জিয়া : কলারোয়ায় সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরায় দিগন্ত পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: হেলপারসহ ১৩ যাত্রী আহত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ