সাতক্ষীরায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২ জন, সুস্থ্য ৭২
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সাতক্ষীরা মেডিকেলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮২ জন এবং করোনা উপসর্গে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী রেহেনা খাতুন (৫০), একই উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের মৃত জনকী মন্ডলের ছেলে হরিপদ মন্ডল (৮০), বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শরবানু (৪৫), নুনগোলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে খলিলুর রহমান (৭৫), দেবহাটা উপজেলার বহেরা গ্রামের শামছুর রহমানের স্ত্রী শামছুন্নাহার (৫৫), কালিগঞ্জ উপজেলার চরযমুনা গ্রামের মৃত তোরাব গাজীর ছেলে আব্দুল গাজী (৭৫), তালা উপজেলা সদও গ্রামের রহিম শেখের স্ত্রী মোমেনা খাতুন (৪৫), কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের ইউসুপ আলীর ছেলে মাসুদ রানা ( ২৭), যশোরের কেশবপুর উপজেলার চিংরা গ্রামের মানিক গাজীর ছেলে আলীম গাজী (৫২) ও আশাশুনি উপজেলা সদর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বেনজিরা খাতুন (৬০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৫ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২৪টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫৯শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা পাচ হাজার ১০৫জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৭৫০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৭৩ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩২ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ১০ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৪১ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৫৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ১৯৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৬৪ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন।
২৪ ঘন্টায় সাতক্ষীরায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২৪ জনের। করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯২ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৩৯ শতাংশ। জেলায় করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৭৩ জন। এরমধ্যে সাতক্ষীরা মেডিকেলে ২৭ জন এবং বেসরকারী হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন আছেন। বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৪১ জন।
সাতক্ষীরা মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার সকালে ২১২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বেসরকারী হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন। জেলায় ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৭৫০ জন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)