সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিশ্ব শিক্ষক দিবসে কেক কাটা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সুশিক্ষার জন্য শিক্ষক আজ বিশ্ব শিক্ষক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage’. অর্থাৎ ‘আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক: শিক্ষকের স্বল্পতা কাটানো বৈশ্বিক দাবি’।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক উম্মে হাবিবা, মোহাম্মদ আবুল খায়ের, ওয়াহিদা সুলতানা, মোস্তফা মনিরুজ্জামান, মো. খোরশেদ আলম, মো. মমতাজ হোসেন, মো.আসাদুজ্জামান, দীপা সিন্ধু তরফদার, সৌমিত্র মন্ডল, মামুনা অর রশিদ, পলাশ কান্তি সিংহ, মো. আনোয়ার কবির প্রমুখ।
এসময় দিবসটি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে শিক্ষক দিবস উদযাপন করা হয়। এসময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সসমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বাবলু স্বর্ণকার ও হেদায়েত উল্লাহ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)