শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া নানা আয়োজনে ঐতিহ্যবাহী শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। গতকাল (০৯ জুন) সোমবার সকাল ৯টায় কলেজের চত্বর থেকে ৩০টি ব্যাচ নিয়ে বন্যাঢ্য শোভাযাত্রা ও বেলুন ,কবুতর উড়িয়ে উদ্ভোধন মধ্যে দিয়ে রজত জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়। রজত জয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আয়োজক কমিটির সভাপতি রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ রইজ উদ্দিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম। রজত জয়ন্তী অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথিরা বলেন, এই কলেজের উত্তরোত্তর বৃদ্ধির জন্য কলেজের সাবেক অধ্যক্ষ রইজ উদ্দিনের ভূমিকা ছিল অপরিসীম। তার অবদানের কারনেই শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ এ অবস্থানে পৌঁছায়ে।

প্রধান অতিথির বক্তব্যে বলেন , আমি আমার এমপি থাকাকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা অক্ষর অক্ষর পালন করেছি। এই কলেজের প্রতিষ্ঠাতা আমার বড় দুই ভাই । তাদের বিদেহী আত্মার মাখফিরাত কামনা করি। তাছাড়া এ কলেজের প্রতিষ্ঠাতা আমার শিক্ষা গুরু শেখ আমানুল্লাহ স্যার তার ও আত্মার মাখফিরাত কামনা করি। এছাড়া বিশেষ অতিথির হিসেবে বক্তাব রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন বক্তব্য সাবেক বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের উন্নয়নের পাশাপাশি দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। তিনি আরো বলেন এ কলেজ প্রতিষ্ঠার পেছনের যে কয়জন ব্যক্তির অবদান ছিল, বি এম নজরুল ইসলাম প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম শহিদুল ইসলাম, শিক্ষক রফিকুল, বিশিষ্ট সমাজ সেবক ড, মিজানুর রহমান ও তার মধ্যে সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব অন্যতম। তার নেতৃত্বে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। যে স্বপ্ন নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল , আজকের অবস্থানে এসে পৌঁছে সে স্বপ্ন পুরণ হয়েছে। এ কলেজ থেকে শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে গড়ে উঠবে। ভবিষ্যতে দেশের গুরুত্বপর্ণ পদে দায়িত্ব পালন করবে।এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আবু নসর, আব্দুল মজিদ, কলারোয়া সরকারি জি কে এম পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও কলেজর সাবেক ও বর্তমান শিক্ষার্থীবূন্দ, গন্যমাধ্যম কর্মীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজের এসে শেষ হয়। এরপর দুপুরে স্মৃতিচারণ ও বিকেলে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন ও বর্তমান ২ হাজার শিক্ষার্থীসহ শিক্ষকরা রজত জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়েকটি ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা।। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরকার ঘোষিতবিস্তারিত পড়ুন

মানব পাচাররোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ক্যাম্পাইন

মানব পাচার ও মানব চোরাচালান রোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা
  • কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা
  • কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
  • কলারোয়ায় বিভিন্ন মাদ্রাসায় বেঞ্চ বিতরণ
  • কলারোয়ায় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ
  • কলারোয়ায় জিআর বালিকা দাখিল মাদ্রাসায় সুধী ও মা সমাবেশ
  • কলারোয়ার শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান
  • কলারোয়া উপজেলা সমিতি-ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
  • কলারোয়ার কেঁড়াগাছিতে মহিলা সমাবেশ
  • কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ