শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসি-এমবাপের নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছাড়ল পিএসজি

পিএসজির জার্সিতে মাঠে নামার পর এখনও ফরাসি লিগ ওয়ানে জালের দেখা পাননি লিওনেল মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগে আছেন অসাধারণ ছন্দে। কাল নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন জোড়া গোল। দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপেও। তাতে পিছিয়ে পড়েও আরবি লাইপজিগের বিপক্ষে স্বস্তির জয় মিলেছে পিএসজির।

মঙ্গলবার রাতে পাক দি ফ্রাঁসে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পিএসজি। স্বাগতিকদের দলে ছিলেন না নেইমার। তবে পিছিয়ে থেকেও শেষ সময়ে মেসির পায়ের জাদুতে দারুণ জয় তুলে নেয় মাওরিসিও পচেত্তিনো দল।

দারুণ জয়ে গ্রুপ শীর্ষে নিজেদের স্থান বজায় রাখল পিএসজি। ৩ ম্যাচে ২ জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আছে পিএসজি। দুইয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। লাইপজিগ কোনো পয়েন্ট না নিয়ে রয়েছে তলানিতে। ম্যাচে তারকা নির্ভর পিএসজির পায়েই বল ছিল ৬৪ শতাংশ। গোলের লক্ষ্যে নেওয়া তাদের ৮টি শটের চারটি ছিলো লক্ষ্যে। বিপরীতে ১২ শট নেওয়া লাইপজিগের ৪টি ছিলো লক্ষ্যে।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। গোল করার মতো প্রথম সুযোগটা অবশ্য পায় সফরকারী লাইপজিগ। তৃতীয় মিনিটে ক্রিস্টোফার এনকুকুর কাছ থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন কনরাড লেইমার। তবে বুদ্ধিদীপ্ত শট নিতে পারেননি অস্ট্রিয়ান মিডফিল্ডার। তার শট ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসকে।

নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত এক শটে বল জালে পাঠান এমবাপে। ২৮ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে দারুণ এক ক্রস করেন আঞ্জেলিনো। ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি সিলভার। বিরতির আগে বেশ কিছু আক্রমণ হলেও এগিয়ে যেতে পারেনি কেউ।

বিরতির পর লাইপজিগের ম্যাচে পারফরম্যান্স অনুযায়ী যোগ্য দল হিসাবেই ৫৭ মিনিটে এগিয়ে দেন। তবে টাইলার অ্যাডামসের এক ব্যাকপাস এমবাপে ইন্টারসেপ্ট করে মেসির জন্য বল সাজিয়ে দেন। আর্জেন্টাইন সুপারস্টারও গোল করতে ভোলেননি। এরপর এমবাপের পাওয়া পেনাল্টি থেকে পিএসজিকে ৩-২ এগিয়ে দেন মেসি। শেষ দিকে ব্যবধান আরও বাড়তে পারত। হ্যাটট্রিকও হতে পারত মেসির। কিন্তু দলের দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে উড়িয়ে মারেন এমবাপে।

একই রকম সংবাদ সমূহ

মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার চোখ রাঙিয়েছিল বাংলাদেশকে। ৭ বছরবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় ধানদিয়া রয়েল যুব সংঘেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ২-২ গোলে ড্রবিস্তারিত পড়ুন

  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল
  • কলারোয়ার ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় সরসকাটি জয়ী
  • এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই
  • দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হৃদয়ভাঙা হার হামজাদের
  • ৭টায় ম্যাচ, ২টার আগেই স্টেডিয়ামের বাইরে যেন জনসমুদ্র
  • আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সে কে কত পেলেন
  • দুই কারণ দেখিয়ে এশিয়া কাপ স্থগিতের ঘোষণা
  • ফুটবলার হতে চাওয়া বুলবুল যেভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি
  • শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই আসছে আইসিসির নতুন নিয়ম
  • বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে : তামিম ইকবাল
  • বিসিবি সভাপতি হয়ে বুলবুল বললেন, ‘টি-টোয়েন্টি খেলতে এসেছি’
  • বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ