রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কর্মজীবনের ইতি টানলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন। সুদীর্ঘ কর্মজীবনে বহু কর্মকাণ্ডের শরিক। ৩৭ বছরের কর্মজীবনের ৩৬ বছর দেড় মাস তিনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। ১০ মাস ১৫দিন তিনি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সাড়ে দশ মাসের কর্মজীবনে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করার কাজে ব্যস্ত ছিলেন অজিত সরকার। ২০২২ সালের ২অক্টোবর সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করে আসছিলেন তিনি।

অজিত কুমার সরকার বলেন, প্রত্যেকটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিত, স্কুলে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশনা, বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের আনন্দময় ও চিত্তাকর্ষক পাঠদান নিশ্চিত করতে ব্যবহারিক ক্লাস ও ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহারে জোর দেয়া, ঝরেপড়া রোধে নিয়মিত মনিটরিংসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি।

করোনাকালীন সংকট মোকাবিলায় বাল্যবিবাহ প্রতিরোধে জেলার প্রত্যেকটি স্কুলে গিয়ে অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি। শিক্ষকদের সময়মত প্রতিষ্ঠানে হাজিরা ও শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে নিয়মিত মনিটরিং করেছি।

অজিত কুমার সরকার বলেন, ২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ, দেশপ্রেমিক, সুনাগরিক ও মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করাই ছিল আমার লক্ষ্য।
১৯৮৬ সালের ৬ জুন শিক্ষকতা পেশায় যোগদান করেন অজিত কুমার সরকার। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সাথে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার শিক্ষা অফিসার হিসেবে পদায়ন দেওয়ায় তিনি জেলা শিক্ষা অফিসার হিসেবে ২০২২ সালের ২ অক্টোবর যোগদান করেন । সুদীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টেনে অবশেষে উপস্থিত বিদায়ক্ষণ। বুধবার (১৬ আগস্ট) ছিল অজিত কুমার সরকারের শেষ কর্ম দিবস। তাঁর শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারকে ক্রেস্ট উপহার দিয়ে আগামী দিনের শুভ কামনা জানান জেলা প্রশাসক।

এদিকে প্রিয় শিক্ষা অফিসারের শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, আবাদেরহাট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক পার্থ সারথি সেন, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হাসান টিটুসহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

এবার অপসারিত হতে পারে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা, চলবে প্রশাসক দিয়ে

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কর্মস্থান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিতবিস্তারিত পড়ুন

আ.লীগ ক্ষমতায় থাকার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভোট দিতে চাই, ভোটেরবিস্তারিত পড়ুন

আসুন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা আজ এমন একটা পরিবেশে সমবেতবিস্তারিত পড়ুন

  • রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেই রোডম্যাপ ঘোষণা: এম সাখাওয়াত
  • পুলিশ হতাহতের প্রতিটি ঘটনার তদন্ত হবে : আইজিপি ময়নুল
  • শার্শার কায়বায় পানিবন্দি ৫ টি পরিবার
  • জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবা‌দিকতা বিষয়ক কর্মশালা
  • ধুলিহরে হাসানুল বান্না জামে মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে এতিমশিশু ও ছাত্রদের মধ্যে খাবার বিতরণ
  • আশাশুনির পিরোজপুরে একটি ঘেরে মাছ মেরে লুটপাট, হামলা, ভাংচুরের অভিযোগে এজাহার দায়ের
  • বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের প্রশাসনিক কার্যক্রম সচল করার নিমিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু
  • তালায় সাসের ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি
  • কলারোয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা