কলারোয়ায় ইউএনও, মেয়র-ওসিকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশন
সাতক্ষীরার কলারোয়ায় খ্রিষ্টান ধর্মের বড় উৎসব (বড়দিন) উদযাপন হতে যাচ্ছে। মঙ্গলবার (২০ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত মন্ডল ও সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সদস্য পঞ্চনন মন্ডল, রুবেন বারিকদার, ডেবিট সরদার, বিশ্ব মন্ডল, তপন মন্ডল প্রমুখ।
কলারোয়া উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত মন্ডল জানান-এবার উপজেলার ১২টি ইউনিয়নে ২৪স্থানে বড়দিন উৎসব উদযাপন হবে। ধানদিয়া ক্যাথলিক মিশন, জয়নগর ক্যাথলিক মিশন, কয়লা ক্যাথলিক মিশন, জেলটুপি ক্যাথলিক মিশন, খোরদো ক্যাথলিক মিশন, কামারালী ক্যাথলিক মিশন, শাকদহ ক্যাথলিক মিশন, গোয়ালচারত ক্যাথলিক মিশন, ক্ষেত্রপাড়া ক্যাথলিক মিশন, রঘুনাথপুর ক্যাথলিক মিশন, ওফাপুর ক্যাথলিক মিশন, কাজিরহাট ক্যাথলিক মিশন, ওফাপুর শালোম চার্চ, বলিয়ানপুর শালোম চার্চ, রামকৃষ্ণপুর শালোম চার্চ, ভিখালী লুথারেন্স চার্চ, শাকদহ ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি শালোম চার্চ, জালালাবাদ টালিথাকুমী চার্চ, ক্ষেত্রপাড়া শালোম চার্চ, রামকৃষ্ণপুর টালিথাকুমী চার্চ, কুশোডাঙ্গা লুথারেন্স চার্চ ও গাজনা টালি থাকুমী চার্চ এর বড়দিন উৎসব পালন করা হবে। তিনি আরো জানান এই সকল মিশনের মধ্যে কয়েকটি মিশনে ঝুকি রয়েছে।
এজন্য তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্যঃ প্রতিবছর ডিসেম্বরের ২৫তারিখ মেতে ওঠে বড়দিনের আনন্দে। যিশুখ্রিষ্টের জন্মদিনের এই উৎসব পৃথিবীর খ্রিষ্টানধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ উৎসব।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)