কলারোয়ার সাইদুর নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সভাপতি নির্বাচিত, শুভেচ্ছা জ্ঞাপন
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান।
তিনি সংগঠনটির বর্তমান সভাপতি ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি সোমা ইসলামকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের এই সংগঠনে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় এ ভোটগ্রহণ। এর আগে একই জায়গায় সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক কাজী জেবেলের পরিচালনায় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে সোমা ইসলামকে ১১ ভোটে হারিয়ে সাইদুর রহমান বিজয়ী হয়েছেন। সাইদুর পেয়েছেন ৩৪ ভোট। আর সোমা ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সভাপতি পদে দুইজন ভোটদানে বিরত থাকেন।
দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার সাইদুর রহমানে সাতক্ষীরার কলারোয়ার সন্তান৷
তিনি কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের প্রয়াত মাহতাব সরদার ও প্রয়াত আসমানি বিবির পৌত্র এবং মোসলেম সরদার ও সালেহা খাতুনের পুত্র৷ সাইদুরের চাচা কলারোয়া উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার৷
উদীয়মান প্রথিতযশা সাংবাদিক সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র সাইদুর কলারোয়ার কুশোডাঙ্গা প্রাইমারি স্কুল, হেলাতলা হাইস্কুল ও কাজীরহাট কলেজে পড়াশোনা করেছেন।
পেশায় পুরোদস্তুর সাংবাদিক সাইদুর বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাচন কমিশন (ইসি), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিট দেখভাল করেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায় ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর সংগ্রহে কাজ করেন। স্ত্রী-সন্তান নিয়ে থাকেন ঢাকায়।
সাংবাদিক হিসেবে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগ দিয়ে চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভূটান, নেপাল এবং ভারত সহ কয়েকটি দেশ সফর করেছেন সাইদুর রহমান।
এদিকে, নির্বাচনের পরপরই বিজয়ী সভাপতি সাংবাদিক সাইদুর রহমানকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন কেন্দ্রীয় কৃষক দলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আলমগীর হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক আবু জাফরসহ রাজধানী ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে অনুরূপভাবে, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার সাইদুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নিবন্ধন পাওয়া জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি’ ও কলারোয়া নিউজ পরিবার।
জানা গেছে, আরএফইডি নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এর মধ্যে একটি ভোট বাতিল হয়।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে ১ বছরের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল।
নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন : সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তানিয়া রহমান (৭১ টেলিভিশন)।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন চারজন। এদের মধ্যে চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ প্রতিদিনের গোলাম রাব্বানী পেয়েছেন ১৮ ভোট। অন্য দুই প্রার্থীর মধ্যে বাংলাভিশন অনলাইনের মো. হুমায়ুন কবির ১১ ভোট এবং বাংলানিউজ ২৪-এর ইকরাম উদ দৌলা পেয়েছেন ৪ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, বৈশাখী টেলিভিশনের কাজী ফরিদ। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তার নিকটতম প্রার্থী আরটিভির আতিকা রহমান পেয়েছেন ১৭ ভোট।
অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ)।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন। তিনি পেয়েছেন ৩৭ ভোট। এ পদের নিকটতম প্রার্থী ঢাকা পোস্টের সাইদ রিপন পেয়েছেন ২০ ভোট।
দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সিরাজুস সালেকীন চৌধুরী (মানবজমিন)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ বাংলার খায়রুল ইসলাম বাশার। তিনি পেয়েছেন ৩৬ ভোট। এ পদের নিকটতম প্রার্থী ডেইলি সানের মুহিবুব জামান পেয়েছেন ২৪ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে পাঁচটি পদে পাঁচজন প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সদস্য পদের ধারাক্রম নির্ধারণ করতে এ পদে ভোট হয়েছে।
এ পদে প্রতিদিনের সংবাদের গাজী শাহ নেওয়াজ পেয়েছেন ৩৮ ভোট, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাহমুদুল হাসান পারভেজ পেয়েছেন ৩৬ ভোট, ডিবিসির মোসা. কাওসারা চৌধুরী কুমু পেয়েছেন ৩১ ভোট, বাংলাভিশনের সৈকত সাদিক পেয়েছেন ৩০ ও নয়া দিগন্তের হামিদ সরকার পেয়েছেন ২৯ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক আশিষ সৈকত।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন অনলাইন খবর সংযোজের সম্পাদক সিনিয়র সাংবাদিক শেখ নজরুল ইসলাম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)