বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা-কলারোয়ায় বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দলের অস্তিত্ব নেই

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: সংবিধান মোতাবেক জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং মিত্ররা। অন্যদিকে বিএনপি এবং তাদের অনুসারী রাজনৈতিক দলসমূহ সরকার পদত্যাগের এক দফার আন্দোলন অব্যাহত রেখেছে।
এদিকে সংবিধান সমুন্নত রাখতে হলে যথাসময়ে নির্বাচন বিকল্প নেই বলে বিশেষজ্ঞরা অভিমত দিলেও পরিস্থিতি বিবেচনায় নির্বাচন নিয়ে সকলের মধ্যেই রয়েছে নানা শঙ্কা। নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে, কারা অংশ গ্রহণ করবেন এনিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা। তবে ভেতরে ভেতরে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্ততি ও শুরু করেছে বিভিন্ন রাজনীতি দল।

সেই প্রেক্ষাপটে তালা- কলারোয়াতে কোন কোন রাজনৈতিক দলের সক্ষমতা রয়েছে, রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সক্ষমতা রয়েছে, কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে অস্তিত্ব ও কার্যক্রম রয়েছে এ নিয়েও ভোটারদের মাঝে প্রাসঙ্গিক আলাপ আলোচনা এখন লক্ষণীয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে দেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের মোট সংখ্যা ৪৪। এ ছাড়াও চুড়ান্ত নিবন্ধনের অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি দল। কিন্তু কলারোয়াতে বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দলই অস্তিত্বহীন-উপজেলায় তাদের নেই কোনো কার্যক্রম।

অনুসন্ধানে দেখা গেছে, তালা-কলারোয়া উপজেলার বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দলের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা অস্তিত্ব নেই। এমন কী বেশিরভাগ রাজনৈতিক দলের কোনো নির্দিষ্ট অফিসও নেই। আওয়ামী লীগ ও বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয়পাটি এই বৃহৎ দল চারটির বাইরে কলারোয়া সর্বসাকুল্যে গোটা দশেক রাজনৈতিক দলের কম-বেশি সাংগঠনিক অস্তিত্ব রয়েছে বলে দৃশ্যমান।

সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, মুক্তিজোট, তৃণমূল বিএন পি,

এই চারটি দলের বাইরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি বাংলাদেশ কংগ্রেস উপজেলাব্যাপী সাংগঠনিক কার্যক্রম চোখে পড়ার মতো।এছাড়া যে চারটি বড় দল অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে সেখান থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকলেও বিএনপি ও নিবন্ধন হারানো জামায়াত নেই।

প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছিলো। তবে ২০১৪ সালের নির্বাচন বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করেছিলো এবং সেবার মাত্র বারটি দল নির্বাচনে অংশ নিয়েছিলো।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের নির্বাচনে ৪৪ টি দলের নিবন্ধিত রাজনীতি দলের ভিতরে ২৭ টিকে নিবন্ধিত রাজনীতিক দল নির্বাচন করছেন, তালা- কলারোয়া উপজেলা তে নির্বাচন করছেন ৯টি রাজনৈতিক দল

এছাড়া যে চারটি বড় দল অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে সেখান থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকলেও বিএনপি ও নিবন্ধন হারানো জামায়াত নেই।

প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছিলো। তবে ২০১৪ সালের নির্বাচন বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করেছিলো এবং সেবার মাত্র বারটি দল নির্বাচনে অংশ নিয়েছিলো।

তালা-কলারোয়া উপজেলাতে নিয়মিতভাবে আওয়ামী লীগের গ্রপিংয়ে পাল্টা পাল্টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ধরনের দৃশ্যমান রাজনৈতিক কর্মসূচি পালন অব্যাহত রেখেছে। এর বাইরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কংগ্রেস, খুবই সীমিত আকারে কখনও কখনও শহর উপজেলাকেন্দ্রীক রাজনৈতিক তৎপরতা লক্ষণীয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-(জেএসডি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলীম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

তবে সাংগঠনিক কার্যক্রম না থাকলেও বিগত নির্বাচনে কতিপয় রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা গেছে। বিগত দিনে ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যেসমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, মুক্তিজোট, তৃণমূল বিএন পি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিএনএফ এবং এনপিপিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা গেছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন থেকে সাতক্ষীরা ১০৫,-১ দলীয় মনোনয়নে মনোনীত ফিরোজ আহমেদ স্বপন বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মোঃওবায়েদুস সুলতান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, মোস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, মোঃ ইয়ারুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস,মোঃখোরশেদ আলম জাকের পার্টি, শেখ মুজিবুর রহমান স্বতন্ত্র, শেখ নুরুল ইসলাম স্বতন্ত্র,এস,এম, মুজিব রহমান স্বতন্ত্র, শেখ মোঃ আলমগীর হোসেন মুক্তিযোট, শেখ নুরুল ইসলাম স্বতন্ত্র,সুমি তৃণমূল বিএনপি, সৈয়দ দীদার বখত জাতীয় পার্টি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!

মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা। অর্থনৈতিক অসচ্ছলতা ও দারিদ্রতার কারণে মেয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোর্দ্দবাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়নবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা
  • কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে
  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা
  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার