শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধন্যবাদ নয়- ইহকাল পরকালের মঙ্গল কামনা

“ধন্যবাদ নয়-ইহকাল পরকালের মঙ্গল কামনা” লেখকঃ (বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বি এম নজরুল ইসলাম)

গত ২৩ জানুয়ারী ২০২১ ছিল সমগ্র দেশব্যাপী ভূমিহীনদের মধ্যে ৬৬,১৬৯(ছেষট্টি হাজার একশত উনসত্তর) সেমি পাকা ঘর (কেবল মাত্র টিনের ছাউনি)
ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে প্রদান করার দিন।
তদানিন্তন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশে এসে এ দেশকে একটি “তলাবিহীন ঝুড়ি ” হিসাবে আখ্যায়িত করেছিলেন।
সেই “তলাবিহীন ঝুড়ি’র দেশে উল্লেখযোগ্য প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জমি ও জমি বিহীন অসহায় হতদরিদ্রের জন্য নির্মিত পাকা ঘর প্রদান করা একটি অকল্পনীয় বিষয়।
বোধ করি সেদিনের বিশ্বের সবচাইতে পুঁজিবাদী দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশের তিন শত বছর পূর্বের কথা বেমালুম ভুলে ছিলেন।
কিন্তু আজ হে বিশ্ববাসী- বিশ্বের দ্বিতীয় ঘনবসতিপূর্ণ এই ছোট্ট দেশটির দিকে তাকিয়ে দেখুন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা বাংলাদেশের সমৃদ্ধির ইতিহাস সিংহের মত গর্জন করে আজ প্রবাহমান শুধু নয় বিশ্বের ইতিহাসে যা বিরল।
পদ্মা সেতু দেশের আভ্যন্তরীণ সম্পদ থেকে আজ নির্মিত হয়েছে যা আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
শুধু কি তাই ” তলাবিহীন ঝুড়ি ” থেকে দেশের প্রায় দুই কোটি দরিদ্র মানুষের জন্য সরকারের কোন না কোন সাহায্যে সহযোগিতার হাত রয়েছে।
আহত সমগ্র দেশে উল্লেখযোগ্য হারে ভিক্ষুকদের হার কমে গেছে কেবল তাই নয়, কোন ভিক্ষুককে আজ নগ্ন পায়ে দেখা যায় না যাদের ঘরে অন্তত তিন দিনের খাবার মজুদ নাই।
বাইসাইকেলের পরিবর্তে আজ যান্ত্রিক মটর সাইকেলের জন্য পথ চলা কষ্টকর। রিকশার বদলে অটোরিকশার জন্য পথ চলা ও কষ্টকর।
আর এসব সম্ভব হয়েছে জাতির জনকের জৈষ্ঠ কণ্যা কিংবদন্তির মহানায়ক বাংলাদেশের বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও সততার কারণে।
জাতির পিতার আজন্মকাল স্বপ্নই ছিল বিশ্ব থেকে ক্ষুধা দারিদ্রতা দূর করে এক সুখী সমৃদ্ধি বিশ্ব গড়ে তোলা যা আজ তারই কণ্যা বাংলাদেশে করতে সক্ষম হয়েছেন।
শেখ হাসিনা ওয়াজেদকে প্রশংসা করার জন্য এ লেখা নয়, এ লেখা সত্য কে সত্য বলার জন্য।
শেখ হাসিনা এদেশের জন্য যা কিছু করেছেন সে সবই তার বাবার প্রতিশ্রুতি, বাঙালী জাতির প্রতি দায়বদ্ধতা ও তার ইহকাল পরকালের জন্য করেছেন।
একজন অবস্থা সম্পন্ন মানুষের কিছু টাকা আত্মসাৎ করা আর একজন শ্রমিকের সারাদিনের পারিশ্রমিকের টাকা আত্মসাৎ করা আরো বড় অপরাধ।
কেননা মাত্র কয়েকশত টাকাই তার এবং পরিবার পরিজনের ক্ষুধা নিবৃত্তির একমাত্র সম্বল।
তাহলে কোনটি বড় পাপ?
প্রকৃত সত্য এইযে ক্ষমতায় যাওয়ার চাইতে ক্ষমতায় টিকে থাকা আরো কঠিনই নয় বলা চলে সুকঠিন। অর্থের একটি মারাত্বক সর্বগ্রাসী ক্ষমতা আছে যা ইহলোকের অনেক কিছুই করতে পারে। তাছাড়া পরিকল্পিত অর্থের অনেক ভাল দিক আছে।
যাই হোক ক্ষমতায় থাকতে ইচ্ছায় অনিচ্ছায় অনেক কিছুই করতে হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর একটি কবিতায় ব্যক্ত করেছিলেন – করেছিনু বহুদিনের আশা,ধন নয় মান নয় করেছিনু আশা, ধরনীর এক কোণে রহিব আপণ মনে, শুধু এতটুকু আশা।
হে জাতির পিতা, হে বিশ্ব কবি দেখে যাও শেখ হাসিনার অমর কির্তী।
বিশ্ববীর আলেকজান্ডার এ দেশে পদার্পণ করে তার প্রধান সেনাপতিকে বলেছিলেন – দেখ সেলুকাস কি বিচিত্র এ দেশ! এ যে সব সম্ভবের দেশ ( নেগেটিভ ধারণা)।
তাছাড়া মহাসত্য এইযে এই বিশ্ব চরাচরে স্রষ্ঠা প্রত্যেক জীবের জীবন ধারনের জন্য পর্যাপ্ত খাদ্য পাঠিয়েছেন যা আমাদের অন্বেষণের অপেক্ষায় আছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

কলারোয়ায় নবঘোষিত বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

কামরুল হাসান : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবদল নেতা কেএম পলাশ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া যুগিখালি ইউনিয়নের গোছমারা, পাঁচনল, বামনখালিসহ বিভিন্ন এলাকায় এবং কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
  • শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব
  • কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!
  • কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা
  • কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা
  • কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে