রবিবার, অক্টোবর ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাচার অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন মাহফুজ

পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শেখ হাসিনার গত শাসনামলে দেশের বিভিন্ন খাত থেকে নজিরবিহীন লুটপাট হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে, আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ ২৮ লাখ কোটি টাকা (ডলারের বর্তমান বাজারদর ১২০ টাকা হিসাবে) পাচার হয়েছে।

এছাড়া সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভারের যৌথ অনুসন্ধানে জানা গেছে, এই সম্পত্তির মোট মূল্য ৪০ কোটি পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) বেশি। এসব সম্পত্তি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১৩ বিলিয়ন পাউন্ডের সম্পদের অনুসন্ধান করছে, যার মধ্যে লন্ডনসহ বিশ্বব্যাপী গোপনে কেনা সম্পত্তি রয়েছে।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, দেশ থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে এবং অতীতের স্বৈরাচারী শাসনের দ্বারা ভঙ্গুর অবস্থায় পড়ে থাকা অর্থনীতি পরিচালনা করতে যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন মাহফুজ আলম।

মাহফুজ বলেন, ‘বাংলাদেশ থেকে পাচার করা বহু অর্থ যুক্তরাজ্যে আছে। অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আমরা সেই অর্থ ফেরত চাই’।

মাহফুজ হাইকমিশনারকে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে সরকারের প্রচেষ্টার ব্যাখ্যা দেন।

তিনি বলেন, ‘এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে’।

‘জুলাই বিপ্লবের আদর্শ ছিল মূলত মর্যাদার লড়াই। বহু বছর ধরে বাংলাদেশিদের মর্যাদা ছিল না। সুতরাং, এই বিপ্লবের সাথে তাদের এক ধরণের আবেগ রয়েছে’।

তিনি আরো বলেন, ‘সমতা ও ন্যায়বিচারের জন্যও তাদের এই লড়াই।

হাইকমিশনার কুক বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাজকে অন্তর্বর্তী সরকার এবং যুক্তরাজ্যের সমর্থনের সামনে চ্যালেঞ্জ তুলে ধরেন।

মাহফুজ যুক্তরাজ্যের জারি করা নতুন ভ্রমণ সতর্কতার বিষয়টি উত্থাপন করেছেন যা মঙ্গলবার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

হাইকমিশনার কুক উপদেষ্টা মাহফুজকে আশ্বস্ত করে বলেছেন, পররাষ্ট্র দপ্তর, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের তথ্য নিয়ে যুক্তরাজ্য ক্রমাগত প্রতিটি দেশের জন্য ভ্রমণ পরামর্শ পর্যালোচনা করে। এতে ব্রিটিশ নাগরিকদের আসা বা বসবাস করা সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর উপর হালনাগাদ তথ্য এবং পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ছেলে-মেয়ে সবাই দেশে, একা গিয়ে কী করব: সেফ এক্সিট প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনীতিতে বহুল চর্চিত সেইফ এক্সিট প্রসঙ্গে এক প্রশ্নের জাববে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্টবিস্তারিত পড়ুন

আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন

সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিকবিস্তারিত পড়ুন

  • সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন ৩৩ হাজার কোটি টাকা
  • জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট চায় জামায়াত
  • এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া নিয়ে সুখবর দিল অর্থ মন্ত্রণালয়
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ
  • সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রধান শিক্ষকদের ১ দিনের প্রশিক্ষণ
  • হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার টাকা
  • ২৭ দিনে প্রবাসী আয় এল সাড়ে ২৮ হাজার কোটি টাকা
  • গ্যালারিতে বসে দেখার দিন শেষ, এখন নিজেরাই খেলব: প্রধান উপদেষ্টা
  • বর্তমান সিইসিকে সাবেক সিইসিদের পরিণতি স্মরণ করালেন সুশীলরা
  • নির্বাচনে কারও পক্ষে অন্যায়-বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি
  • জুলাই আন্দোলনের এক নম্বর কারণ পচা নির্বাচন: ইসি সানাউল্লাহ
  • ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর