সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বই বিক্রয়ে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনির বিরুদ্ধে ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ বই বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ২০১ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্বাক্ষরিত অভিযোগ থেকে এ তথ্য জানা গেছে। গত ১৭ অক্টোবর প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সকল শিক্ষকদের বাধ্যতামূলক এই বই ক্রয় করতে বলেন তিনি।

সূত্রে জানাগেছে, প্রতি প্যাকেটে ০৬ টি করে বই দিয়ে তিনি মূল্য নেন ৩০০০/- টাকা। বইয়ের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। কিন্তু তিনি ৬ লক্ষ টাকায় তা বিক্রয় করে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। সংক্ষুব্ধ শিক্ষকরা আরও জানান ১ টি বইয়ের মূল্য ১ শত টাকা। এ হারে এক প্যাকেট বইয়ের মূল্য ৬ শত টাকা, কিন্তু শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি অনিয়মের আশ্রয় নিয়ে ৬ শত টাকার বই ৩ হাজার টাকা বিক্রয় করেন। এ অনিয়ম পাকাপোক্ত করতে বইয়ের নির্ধারীত মূল্যের স্থানে টেম্পারিং করে তিনি কৌশলে ৫ শত টাকা লেখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ নামের ছয় পিসের চটি বই প্রকাশ করা হয়েছে। ওই বই সেট প্রত্যেক স্কুলের জন্য কিনতে শিক্ষা মন্ত্রণালয়ের কোন পরিপত্র না থাকলেও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সকল শিক্ষকদের বাধ্যতামূলক এই বই ক্রয় করতে বলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি। বই সেটটির সর্বচ্চ্য বাজার মূল্য ৯শত থেকে এক হাজার হতে পারে। কিন্তু শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি মাস্টাররোল তৈরি করে ওই বই ৩ হাজার টাকা দরে সদরের ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বিক্রি করেছেন। কিন্তু মাস্টার রোলে টাকার অংকের ঘর ফাঁকা রেখে আমাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছেন।

প্রধান শিক্ষক আরো জানান, পূর্বে ৩২টি বই ও ৩২ টি ছবি সেট ৬ হাজার টাকায় ক্রয় করেছি। সেখানে মাত্র ৬টি চটি বই উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আমাদের কাছে জোর করে ৩ হাজার টাকা দরে বিক্রি করেছেন। জোর করে বই বিক্রয়ের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমরা চাকরি করি আমাদের কিছু করার নেই, আমরা নিরুপায়। তথ্যদাতা প্রধান শিক্ষক সাংবাদিকদের আরো জানান, আমি শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি স্যারের কাছে জানতে চেয়েছিলাম, স্যার ৩হাজার টাকায় ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ বই কিনবো তা আমাদের বাজেট কোথায়? জবাবে শিক্ষা অফিসার প্রধান শিক্ষাককে পরামর্শ দেন আপনারা সিলিপের টাকা থেকে এই বই কিনবেন।

বই বিক্রয়ের বিষয়ে শিক্ষা অফিসার মোহা: আবদুল গনির কাছে জানতে তার ব্যবহৃত মুঠোফোন (০১৭১২ ৬১৭১৫৪) নাম্বারে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, শিক্ষা অফিসার মোহা: আবদুল গনিকে দূর্নীতি ও অনিয়মের দায়ে গত ১১ সেপ্টম্বর ২৩ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের হিজলা উপজেলায় শাস্তিমূলক বদলি ও স্ট্যান্ড রিলিজ করা হয়। পরবর্তীতে ১৪ সেপ্টম্বর ২৩ তারিখে পুনরায় একই জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় বদলীর আদেশ প্রদান করেন। পরবর্তীতে প্রভাবশালী এ শিক্ষা কর্মকর্তা ক্ষমতার জোরে বদলী ঠেকিয়ে দেন।

একই রকম সংবাদ সমূহ

ফের রিমান্ডে সালমান আনিসুল ইনু মেনন মামুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পবিস্তারিত পড়ুন

রাজনৈতিক ক্ষমতা-কালোটাকা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে: গণমাধ্যম সংস্কার কমিশনপ্রধান

রাজনৈতিক ক্ষমতা ও কালোটাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কারবিস্তারিত পড়ুন

শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
  • সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ, বিএসএফের গুলি, বাংলাদেশিকে তুলে নেওয়ার চেষ্টা
  • অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা পুলিশ সুপারের কম্বল বিতরণ
  • সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনকে ঘিরে তুমুল উদ্দীপনা
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
  • দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
  • ঝাউডাঙ্গায় জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার