সাতক্ষীরায় কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের হেলথ ক্যাম্প
“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ২০১৯-২০ অর্থ বছরের “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপরিচালকের কার্যালয় ও সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তর’র আয়োজনে মহিলা অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম শফিউল আযম’র সভাপতিত্বে হেলথ ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ
আওয়ামীলীগ সরকার পরপর তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় এ জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সুউচ্চ ভবন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাটসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়েছে। নারীদের
কল্যাণে ও ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠিকে নিরাপদ সামাজিক
বেষ্টনীর আওতায় আনতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার ভাতার ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন, “বিশ্বে ১৭টি দেশ করোনার করোনার ভ্যাকসিন পেয়েছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, মহিলা অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক ডা. জগদীশ চন্দ্র হাওলাদার, সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ব্রত ঘোষ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।
“কর্মজীবি র্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্পে ১ হাজার ৩শ’ মহিলার মাঝে সাবান, স্যালাইন, মাস্ক, বিস্কুট ও কেক বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)