মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের মানুষের মস্তিষ্ক উর্বর, তবে বাজে কাজে খাটায়: প্রধানমন্ত্রী

জাল সার্টিফিকেটে বিদেশে গিয়ে যারা বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি করছে তাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ আগস্ট) ‘প্যালেস অব রেসিডেন্সে’ আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘বাংলাদেশ এনভয় কনফারেন্সে’ তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষের মস্তিষ্ক উর্বর। তারা এটাকে ভালো কাজে ব্যবহার করলে, কোনো দুঃখ ছিল না। কিন্তু তারা এটি বাজে কাজে খাটায়। অদক্ষ কিছু লোক জাল সার্টিফিকেট কিনে বিদেশে এসে দেশের ক্ষতি করছে। এদের শাস্তি পেতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য বাড়ানোই এখন মূল লক্ষ্য। এখানে প্রবাসী বাংলাদেশিরা যাতে দক্ষ হয়ে আসতে পারেন, সেই উদ্যোগ নিতে হবে।

আফ্রিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে রাষ্ট্রদূতদের তৎপর হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, আফ্রিকার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো ভালো করার উদ্যোগ নিতে হবে ৷ অর্থনৈতিক কূটনীতি বাড়াতে হবে৷ বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আফ্রিকার বিনিয়োগ যেমন আমরা চাই; তেমনি ভবিষ্যতে বাংলাদেশও আফ্রিকায় বিনিয়োগ করবে।

এ সময় ডলার সংকট সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি।

যুদ্ধের প্রেক্ষাপটে অনেক দেশেরই কূটনীতির ক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি হচ্ছে। ব্রিকস ঠিকমতো কাজ করলে অবহেলিত দেশগুলোও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় ওআইসির সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোর ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।

বাংলাদেশের কৃষি বিপ্লবের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, একসময় আকাশচুম্বী দাম দিয়ে শীতের সবজি কিনতাম। এখন সে সব ইতিহাস। বারোমাসেই শীতের সবজি পাওয়া যায়, আধুনিক ও যুগপোযোগী কৃষি গবেষণার মাধ্যমে তা সম্ভব হয়েছে। প্রয়োজনে আফ্রিকার মাটিতে কৃষি উৎপাদনের উদ্যোগ নেয়া যেতে পারে। তাতে করে দুই দেশই উপকৃত হবে।

ভারী শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করার সুযোগ রয়েছে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টানা গণতান্ত্রিক ধারা বজায় রাখা সম্ভব হওয়ায় আজ দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। গণতান্ত্রিক ধারার এই অগ্রযাত্রা যেনো ব্যাহত না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কেননা, গণতান্ত্রিক ধারা ছাড়া উন্নয়ন করা সম্ভব হয় না।

একই রকম সংবাদ সমূহ

ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব

ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণবিস্তারিত পড়ুন

সারাদেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন

চোর, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী ২১৮টি টহলবিস্তারিত পড়ুন

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, মৎস্য মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

  • একদিন ‘ম্যানেজ’ করলে ঈদের ছুটি ৯ দিন
  • পিলখানা ট্র্যাজেডি, শহীদ সেনা দিবস আজ : ১৬ বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা
  • আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন : প্রেস সচিব
  • টানা ৩৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • অগ্নিকাণ্ডের পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা
  • জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল
  • পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
  • সবার সহযোগিতায় ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতে চাই: সিইসি
  • ‘যখন কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা দিয়েছিল’ : তারেক রহমান
  • ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম চলবে ১৫ মার্চ পর্যন্ত
  • ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব
  • ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা