শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় ভূমিদস্যুর কবলে অসহায় পরিবার, আদালতে মামলা

কলারোয়ার দেয়াড়া গ্রামের প্রভাবশালী ভূমিদস্যু আব্দুল লতিফ, একই গ্রামের অসহায় দরিদ্র মৃত এন্তাজ আলী ও দীন মোহাম্মদের ৮৩শতক জমি জোরপূর্বক ১৯বছর ধরে ভোগদখল করে চাষাবাদ করছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় মৃত এন্তাজ আলীর স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ থেকে নেওয়া ও বাদী আলেয়া খাতুন জানিয়েছেন- জমির মালিক এন্তাজ আলী ও দীন মোহাম্মদ। এদের কাছ থেকে বিগত ২০০১ সালে ঘের করে মাছ চাষ করার জন্য আব্দুল লতিফ বাৎসরিক ২৬ হাজার টাকা চুক্তি করে লীজ গ্রহণ করে। এরপর এক বছর জমি লীজের ২৬ হাজার টাকা সময়মত পরিশোধ করলেও, তারপর থেকে জমি লীজের টাকা আব্দুল লতিফ দেয়না। আব্দুল লতিফের কাছে টাকা চাইলে, সে বিভিন্ন তালবাহানা শুরু করে। এক পর্যায় টাকাও দেয়না, জমিও ফেরত দেয়না। এরপর জমির মালিকেরা জমির উপর গেলে, প্রভাবশালী আব্দুল লতিফ তার লোকজন দিয়ে তাদের বিভিন্ন হুমকি-ধামকি এমনকি মারপিট করে জমির উপর থেকে তাড়িয়ে দেয়।

এরপর থেকে জমি লীজের টাকা এবং জমি ফেরত পেতে ও মারপিটের বিচার চেয়ে জমির মালিকেরা গ্রামের মাতব্বরদের দ্বারে দ্বারে যায়। ঘটনাশুনে মাতব্বরেরা বিচার সভা বসালে আব্দুল লতিফ অনেক সময় হাজির হয় না। আবার হাজির হলেও, সময় দাবী করে বিভিন্নভাবে হয়রানি করে জমির মালিকদের। এরমধ্যে প্রভাবশালী আব্দুল লতিফ কর্তৃক এহেন হয়রানির শিকার এন্তাজ আলী জমি ও টাকার দুঃচিন্তায় বিগত ০৬/৯/২০১৯ সালে স্ট্রোক করে মারা যান। এরপর দীর্ঘ ১৯ বছরের জমি লীজের টাকা ও জমি ফেরত না পেয়ে বিগত ২৮/২/২০২১ তারিখে সাতক্ষীরা আমলী আদালত নম্বর-০৪ এ দেয়াড়া গ্রামের মৃত মকবুল দফাদারের ছেলে আব্দুল লতিফ (৬৪), আব্দুল ওহাব (৬৬), আব্দুস ছামাদ (৬১) এবং আব্দুল লতিফ দফাদারের ছেলে জাকির হোসেন (৩২) এর নামে মামলা দায়ের করা হয়। যার নং- সিআর ৬১/২১ কলারোয়া।

এ মামলার ৫ নম্বর স্বাক্ষী মৃত নূরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম জানান- কলারোয়া উপজেলার দেয়াড়া মৌজার ৩৫০২ নম্বর খতিয়ানের ২১ নম্বর দাগের ৮৩শতক ডাঙ্গা জমির মালিক দেয়াড়া মাঠপাড়া গ্রামের মৃত ইয়ার আলীর গাজীর ছেলে এন্তাজ আলী ও দীন মোহাম্মদ। এরা দুই ভাই একই গ্রামের মৃত মকবুল দফাদারের ছেলে আব্দুস ছামাদ ও আব্দুল ওহাবের কাছ থেকে ১৯৯৪ সালে ওই জমি ক্রয় করে। এরপর ২০০১ সালে ওই জমি প্রভাবশালী আব্দুল লতিফ নাম মাত্র লীজ নিয়ে অসহায় দরিদ্র এন্তাজ আলী ও দীন মোহাম্মদদের ফাঁকি দিয়ে বীরদর্পে ভোগদখল করে চাষাবাদ করছে। এছাড়াও এই আব্দুল লতিফ স্থানীয় এক জনপ্রতিনিধির ছত্রছায়ায় থেকে জমি দখল, অসহায় মানুষের হয়রানিসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।

তিনি আরো জানান- মৃত এন্তাজ আলীর স্ত্রী ও তার স্বজনেরা শনিবার (২২ জানুয়ারি-২০২২) সকালে ওই জমির উপর গেলে প্রভাবশালী আব্দুল লতিফ ও তার লোকজন লাঠিসোটা দিয়ে মারপিট হুমকি দিয়ে তাড়াকরে এবং বিভিন্ন হুমকি-ধামকি দেয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ রাশেদুজ্জামান বলেন- কাগজপত্র অনুযায়ী ক্রয়সূত্রে ওই জমির মালিক এন্তাজ আলী ও দীন মোহাম্মদ। এদের এই জমি জোরজুলুম করে খাচ্ছে আব্দুল লতিফ। শুধু এই না, এই জমির পাশের একই দাগের প্রায় ৫/৬ বিঘা জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করে খাচ্ছে। মামলা যেহেতু হয়েছে, সেক্ষেত্রে বিচারতো হবে। আমরা সঠিক বিচার চাই।
বর্তমানে মৃত এন্তাজ আলীর স্ত্রী আলেয়া খাতুন বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে এবং অত্যান্ত মানবেতর জীবন-যাপন করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল নেতকে পরিকল্পিত হ*ত্যা প্রচেষ্টার অভিযোগে মানববন্ধন

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামালউদ্দিন টুটুলকে পরিকল্পিতভাবে গাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

কলারোয়া প্রতিনিধি: উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বুধবার উপজেলা সম্মেলনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বি*ষ দিয়ে প্রায় ২০০ বক্স মৌমাছি হ*ত্যা
  • কলারোয়া উপজেলা তাঁতীদলের ধানের শীষের প্রচার প্রচারণা অব্যাহত
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০টি হাই-বেঞ্চ বিতরণ
  • কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় যুবদল নেতার অবস্থা আশ*ঙ্কাজনক
  • কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়
  • কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার
  • মানব পাচাররোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ক্যাম্পাইন
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা
  • কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা
  • কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
  • কলারোয়ায় বিভিন্ন মাদ্রাসায় বেঞ্চ বিতরণ